প্রকাশ: ২০২০-০৪-২৪ ০০:৩৬:৪৭ || আপডেট: ২০২০-০৪-২৪ ০০:৩৬:৪৭
রায়হান সিকদার, বিশেষ প্রতিনিধি :
করোনা ভাইরাসে সন্দেহে লোহাগাড়ায় একদিনে ১৩ জনের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
২৩ এপ্রিল ( বৃহস্পতিবার) রাত ৮ টার দিকে দেশবাংলাকে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ।
ডা: মোহাম্মদ হানিফ বলেন, গত ২৪ ঘণ্টায় ১৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস বিআইটিআইডিতে পাঠিয়েছি ।
সেগুলো কয়েকদিন পর রিপোর্ট হাতে পেতে পারি । তবে এখন পর্যন্ত এই উপজেলায় করোনা রোগী শনাক্ত হয়নি।
তিনি উপজেলার সর্বস্তরের মানুষকে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি অযথা ঘর থেকে বের না হওয়া এবং সবাইকে বেশি বেশি করে হ্যান্ডস্যানিটাইজার, সাবান, হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধোয়ার আহবান জানান।
উল্লেখ্য : এর আগে লোহাগাড়ায় সন্দেহভাজন ৪৮ জনের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৩৭ টি নমুনার রিপোর্ট হাতে এসেছে। যার সবকটিই নেগেটিভ। বাকি ১১ টির নমুনার রিপোর্ট এখনো হাতে আসেনি।
Comments
Add Your Comment