প্রকাশ: ২০২০-০৪-২০ ২৩:০৫:৪৮ || আপডেট: ২০২০-০৪-২০ ২৩:০৫:৪৮
রায়হান সিকদারঃ
লোহাগাড়ায় লকডাউন বাস্তবায়নে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, গণজমায়েত ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
লকডাউনে সাধারণ মানুষকে ঘরের বাইরে বের হতে নিরুৎসাহিত করা ও সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছেন সেনা বাহিনীর সদস্যরা।
২০ এপ্রিল ( সোমবার) দুপুর ১ টার দিকে কক্সবাজার ১০ পদাতিক ডিভিশনের লেফটেনেন্ট মুহাম্মদ এনায়েত কবিরের নেতৃত্বে সেনাবাহিনীর টহল টিম চট্টগ্রাম-কক্সবাজার উপজেলা বটতলী মোটর স্টেশনসহ বিভিন্ন এলাকায় করোনা ঠেকাতে কাজ করে যাচ্ছেন।
এসময় সাধারণ জনগণকে অপ্রয়োজনে বাহিরে ঘোরা ফেরা না করে ঘরে থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর হওয়ারও ঘোষণা দেয় তারা।
এছাড়াও মাইকিং করে রাস্তায় বিনা কারণে ঘোরাঘুরি না করার এবং সর্বদা মাস্ক পরিধান করারও পরামর্শ দিচ্ছেন সেনাসদস্যরা।
Comments
Add Your Comment