প্রকাশ: ২০২০-০৪-২০ ০০:৩৪:৩২ || আপডেট: ২০২০-০৪-২০ ০০:৩৪:৩২
রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়ায় ২০লিটার চোলাইমসহ ১ মাদক বিক্রেতাকে আটক করেছে স্হানীয় জনতা। পরে তাকে চোলাইমদসহ থানা পুলিশের হাতে সৌপর্দ করা হয়েছে।
বিষয়টি লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ নিশ্চিত করেছেন।
আটককৃত মাদক বিক্রেতার নাম মহি উদ্দীন(৩৮)। সে উপজেলার চরম্বা ইউনিয়নের রাজঘাটা এলাকার আব্দুল মোতালেব`র পুত্র।
জানা যায়, করোনা পরিস্হিতিতে চরম্বার পুর্ব সীমান্তবর্তী এলাকা হতে মোটর সাইকেল যোগে বদিউল আলম ও রেদুয়ান ২০লিটার চোলাইমদ বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
১৯এপ্রিল(রোববার) রাত সাড়ে ১০টায় মোটর সাইকেল যোগে চরম্বা মাইজবিলা এলাকায় পৌঁছলে এলাকাবাসীর সন্দেহ হলে গাড়ি থামিয়ে চোলাইমদসহ ১জনকে আটকে ফেলে।তার সাথে থাকা অপর মাদক বিক্রেতা একই এলাকার বদিউল আলমের পুত্র রেদুয়ান(২২) কৌশলে পালিয়ে যায়।
তাৎক্ষণিক এলাকাবাসী লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদকে অবহিত করলে এসআই গোলাম কিবরিয়াকে ঘটনাস্থলে পাঠাই। এসআই কিবরিয়ার নেতৃত্বে একটি পুলিশি টিম ২০লিটার চোলাইমদসহ মাদক বিক্রেতা মহি উদ্দিনকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে।
আটককৃত`র বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে থানা সুত্রে জানা গেছে।
Comments
Add Your Comment