সোমবার, ২৯ মে ২০২৩
প্রকাশিত : ১:৫৪ পূর্বাহ্ন সোমবার, ২৯ মে ২০২৩
রায়হান সিকদার, লোহাগাড়াঃ
লোহাগাড়া উপজেলার সদর ফয়েজ শফি সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন করা হয়েছে।
উক্ত কমিটিতে পুণরায় সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক মুহাম্মদ আবছার উদ্দিন।বিষয়টি উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ ওমর ফারুক মুঠোফোনে নিশ্চিত করেছেন।তরুণ রাজনীতিবিদ মুহাম্মদ আবছার উদ্দিন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসাবে নির্বাচিত হওয়ায় বিদ্যালয় পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীরা, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
জানা গেছে, মুহাম্মদ আবছার উদ্দিন সদর ইউনিয়নের সাড়গড়িয়া পাড়া এলাকার মরহুম ফৌজুল কবিরের পুত্র। বিগত কমিটিতে তিনি বিদ্যালয়ের শিক্ষা মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে অগ্রনী ভূমিকা রেখেছেন। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই এই বিদ্যালয়ে শিক্ষার্থীরা পিএসসি পরীক্ষায় শতভাগ ফলাফল অর্জন অর্জন করেছে।
তার কর্ম দক্ষতা ও সফলতায় সন্তুষ্টি হয়ে উপজেলা প্রশাসন হতে আবছার উদ্দিনকে উপজেলা শ্রেষ্ট সভাপতি হিসেবেও নির্বাচিত করা হয়।