রায়হান সিকদার,দেশবাংলাঃ
লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি, সাবেক ছাত্রনেতা রিদুওয়ানুল হক সুজন বলেছেন, জ্ঞান অর্জন করে মানুষকে বিতরণ করতে না পারলে, সে জ্ঞানের মূল্য অর্থহীন। বিয়ে দেওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। দ্বীনি শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় সুশিক্ষিত হতে হবে। ইসলাম কে জীবন বিধান হিসেবে পরিগনিত করেছেন।ইসলাম প্রচারের জন্য মহান আল্লাহ হযরত মুুহাম্মদ সঃ কে পৃথিবীতে পাঠিয়েছেন। আউলিয়া কেরামগণও আমাদের অঞ্চলে ইসলাম প্রচার-প্রসারে কাজ করে গেছেন। মাদ্রাসা শিক্ষার উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছেন। সর্বোচ্চ মেধাবী শিক্ষার্থীদের কে প্রাধান্য দিতে হবে।মাদ্রাসার সাথে আমাদের আত্মার সম্পর্ক রয়েছে। এ মাদ্রাসার সাথে আমাদের পারিবারিক সম্পর্ক রয়েছে। বর্তমান যুগ তথ্য নির্ভর, এ যুদ্ধে অবতীর্ণ হতে হলে সঠিক তথ্য ও জ্ঞান আহরণে একনিষ্ঠ হয়ে কাজ করতে হবে। লেখাপড়ার পাশাপাশি পিতা–মাতা ও শিক্ষকের প্রতি আনুগত্য প্রকাশ শিক্ষার একটি শ্রেষ্ঠ বাহন'। তিনি আরও বলেন, কোরআন থেকে জ্ঞান আহরণ করে মানুষ চাঁদ, নক্ষত্র, নতুন নতুন গ্রহ আবিষ্কার করেছে, পৃথিবীর মানুষ আজ জ্ঞান বিজ্ঞান নিয়ে বহু আধুনিক যন্ত্রপাতি আবিষ্কার করেছে। আগামীতে আরও এগিয়ে যাবে। প্রত্যেক ছাত্র-ছাত্রীকে সুন্দর পড়ালেখার মাধ্যমে পরীক্ষায় ভাল ফলাফল অর্জন করে মাদ্রাসার সুনামের ধারা অব্যাহত রাখতে হবে।৭ ফেব্রুয়ারি সকালে দক্ষিণ চট্টগ্রামের অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেছেন।মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহাদৎ হোস্ইনের সভাপতিত্বে উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আবু ছালেহ`র সঞ্চালনায় দোয়া মাহফিলে মাদ্রাসার অভিভাবক সদস্য মিয়া মোঃ শাহজাহান বিন আবদুল আজিজ, অভিভাবক সদস্য রেজা উদ্দিনসহ মাদ্রাসার সকল শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।