রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫

চেয়ারম্যানের অফিসিয়াল পেইজ থেকে নির্বাচনী প্রচার-প্রচারণা,গনসংযোগের ছবি পোস্ট করা যাবেনাঃ সহকারি রিটার্নিং কর্মকর্তা

প্রকাশিত : ১:৩৯ পূর্বাহ্ন রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫

রায়হান সিকদার,দেশবাংলাঃ

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন পরিষদে কোন প্রার্থীর পক্ষে সভা-সমাবেশে, প্রচার-প্রচারণা করার কোন সুযোগ নেই। এটি করলে পরিষদের চেয়ারম্যানগণ আচরণ বিধি লঙ্ঘন করবেন। কোন জনপ্রতিনিধিরা আগামী এসব কাজ করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন সহকারি রিটার্নিং কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুুহাম্মদ ইনামুল হাছান।তিনি জানান, ইদানিং দেখা যাচ্ছে অনেক প্রার্থীর পক্ষে চেয়ারম্যানের অফিসিয়াল পেইজ থেকে প্রচার-প্রচারণা, গনসংযোগ,সভা-সমাবেশের পোস্ট দিচ্ছে। কিছু লোকজন চেয়ারম্যানদের খুশী করার জন্যও ফেইসবুকে পোস্ট দিচ্ছেন। কোন জনপ্রতিনিধিরা আগামী এসব কাজ করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে তাদেরকে এসব কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।

আরো পড়ুন