মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ১২:০৮ পূর্বাহ্ন মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় এক মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৮হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়।
আটককৃত কক্সবাজার টেকনাফ জালিয়া পাড়ার মৃত আমির আলীর পুত্র আমিন(৩২)।
লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাত ১০ দিকে এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে মোটর সাইকেল থামিয়ে তল্লাশি চালিয়ে ৮হাজার পিস ইয়াবা সহ ১ মাদক কারবারীকে আটক করা হয়।
আটককৃতের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলেও তিনি জানান।