প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৪, ২:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২১, ১১:২৭ পি.এম
৬ লাখ টাকার অভাবে কি হারিয়ে যাবে আব্বাসের জীবন প্রদীপ?
শহীদুল ইসলাম বাবর
মাত্র ৬ লাখ টাকার অভাবে চিকিৎসা হচ্ছেনা ব্রেন টিউমারে আক্রান্ত দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের মনোহর চৌধুরী পাড়া ৭ নং ওয়ার্ড এর মিতু আক্তারের ছেলে মো: আবু আব্বাস বাবু। ৮/৯ বছর আগে বাবা হারানো আবু আব্বাস বাবু বড় হয় তার নামার বাড়িতে । ছদাহা কে. ক. উচ্চ বিদ্যালয় থেকে এস. এস. সি. পাস করে বর্তমানে বাজালিয়া বির বিক্রম অলি আহমেদ কলেজে ২ য় বর্ষে অধ্যয়নরত রয়েছে। নানা শারিরীক অসুস্থতা দেখা দিনে পরীক্ষা নিরিক্ষায় তার ব্রেইন টিউমার সনাক্ত হয়। সেই থেকেই অপ্রতুল চিকিৎসার কারনে দিন দিন খারাপের দিকে ধাবিত হচ্ছে আব্বাসের শারিরীক অবস্থা। আব্বাসের চিকিৎসার জন্য কমপক্ষে ৬ লক্ষ টাকা প্রয়োজন বলে জানিয়েছেন চিকিত্সকরা । আব্বাসের পারিবারিক সুত্র জানায়, রোগ নির্ণয় হওয়ার আগ পর্যন্ত বিভিন্ন পরিক্ষা নিরিক্ষা ও চিকিৎসা চালাতে গিয়ে বর্তমানে পরিবারটি নি:শ্ব অবস্থায় রয়েছে। অনেক টাকা খরচ হয়ে গেছে।বর্তমানে এই পরিবারে সম্বল বলতে কিছুই নেই। পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় খুবই পারদর্শি আব্বাসের পরিবারে দেখা দিয়েছে খুবই হতাশা। কেননা সরকার, জনপ্রতিনিধি কিংবা দানশীল লোকজন আব্বাসের চিকিৎসা সহায়তায় এগিয়ে না আসলে বিনা চিকিৎসাতেই অচিরেই নিবে যেতে পারে মেধাবী শিক্ষার্থী আব্বাসের জীবন প্রদিপ । পারিবারিক সুত্র জানায়, আব্বাসের প্রথমে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে চিকিৎসা দেওয়া হলেও পরবর্তিতে ঢাকাই পাঠানো হয়।ঢাকায় ডা: দিমান চৌধুরী তাকে দ্রুত অপারেশন করার পরামর্শ দেন। আর এই অপারেশন করতে প্রয়োজন ৬ লক্ষাধিক টাকা। ভাই ব্বাসকে বাঁচাতে দেশের সকল স্তরের দানশীল ও মানবিক মানুষের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন । যেকোনো দানশীল ব্যক্তি ও মানবিক প্রতিষ্ঠান নিমোক্ত অ্যাকাউন্ট নাম্বারে আব্বাসের জন্য অর্থ সহায়তা পাঠাতে পারেন প্রয়োজনে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: কেরানীহাট শাখা।হিসাব নম্বর ২০৫০২৯৪০২০০৪৩৩৯০৩।
যোগাযোগ- ০১৮৮২৩৬৯১০
© দেশ বাংলা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত