শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

১১ মাস পরে কেন দাফন হলো নুরুর লাশ!

প্রকাশিত : ১২:৩৬ পূর্বাহ্ন শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

শহীদুল ইসলাম বাবর,দেশবাংলা.নেট

সৌদি কপিলের নির্যাতনে নিহত হওয়ার দীর্ঘ ১১ মাস পর দেশের মাটিতেই দাফন হলো দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ার বাসিন্দা নুরুল হক নুরুর লাশ। 
গতকাল শুক্রবার সন্ধ্যায় তার লাশ নিজ গ্রামে নামাজে জানাজা শেষে দাফন করা হয়। এর আগে গংলুযভা (৬ ডিসেম্বর) সকাল নয়টার সময় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটেতার লাশ দেশে আসে। স্থানীয় বাসিন্দা ও চট্টগ্রামের রেয়াজ উদ্দিন বাজারের ব্যবসায়ী আবু বক্কর মেহেদি বিষয়টি নিশ্চিত করেন। জানা যায়, নুরু ড্রাইভারকে চলিত বছর ১ জানুয়ারি  নিজ কপিল (মালিক)পাওনা টাকা নিয়ে তর্কাতর্কির এক একপর্যায়ে শারীরিক নির্যাতন করে হত্যা করেছেন বলে পরিবারের অভিযোগ। তার শরীরে নির্যাতনের বিভিন্ন চিহ্ন থাকায় সেই সময় সৌদি আরবে হত্যা মামলা দায়ের করা হয়েছিল।
জানা যায়,এওচিয়া ইউনিয়নের পশ্চিম গাটিয়াডেঙ্গা মেহেদি পাড়ার বাসিন্দা মৃত আবদুল জলিলের পুত্র  নুরু ড্রাইভার (৫৫) ৫ ভাই ৩ বোনের মধ্যে দ্বিতীয়। ব্যবসায়ী ও সংগঠক আবু বক্কর মেহেদি বলেন, দীর্ঘ ১১ মাস পর নুরুর লাশ দেশে আসার খবরে দু-দুরান্ত থেকে স্বজন ও গ্রামবাসীরা তার লাশ এক নজর দেখতে ভীড় করেন। এসময় স্বজনদের কান্নায় এক শোকাতুর পরিবেশ সৃষ্টি হয়। মেহেদী পাড়ার মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারবারিক কবরস্থানে দাফন করা হয়।

আরো পড়ুন