মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

১০ মামলার আসামী কুখ্যাত মানিক ডাকাত র‍্যাবের হাতে অস্ত্রসহ গ্রেপ্তার

প্রকাশিত : ২:২৬ পূর্বাহ্ন মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন নাসিরাবাদ হাউজিং সোসাইটির ৬ নং রোড এলাকায় অভিযান পরিচালনা করে ১০ মামলার আসামী কুখ্যাত ডাকাত মোঃ মানিক (৩৫)কে একটি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড কার্তুজ, বিপুল পরিমাণে দেশিয় অস্ত্র, ঘর ভাঙার সরঞ্জাম এবং চোরাই মালসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

গত ১৬ নভেম্বর দিবাগত রাতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক প্রধান প্রকৌশলীর নাসিরাবাদ হাউজিং সোসাইটির বাসায় গ্রিল কেটে চুরি হয়। এই ঘটনায় অনেক মূল্যবান জিনিসপত্র খোয়া যায়। এই ঘটনার ছায়াতদন্তে নামে র‍্যাব-৭। র‍্যাব-৭ ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এবং নিজস্ব গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখে এই ঘটনার সাথে সংশ্লিষ্ট তিনজনকে সনাক্ত করে। আজ ০৩ ডিসেম্বর রাত আনুমানিক ৪:০০ ঘটিকার সময় র‍্যাব-৭ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে মানিক এবং তার সহযোগীরা আবারো ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এই সংবাদের ভিত্তিতে র‍্যাব-৭ এর টহল দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে একটি ওয়ান শ্যুটার গান ও দুই রাউন্ড কার্তুজসহ মোঃ মানিককে হাতেনাতে গ্রেপ্তার করে। ঘটনাস্থল থেকে আরো কিছু দেশিয় অস্ত্র ও ঘর ভাঙার সরঞ্জাম উদ্ধার করে র‍্যাব। পরবর্তীতে গ্রেপ্তারকৃত মানিককে সাথে নিয়ে চান্দগাঁও থানাধীন সিঅ্যান্ডবি এলাকায় তার এবং তার সহযোগীদের বাসায় অভিযান পরিচালনা করে রামদা, চাপাতি, তলোয়ার, ছুরিসহ আরো বিপুল পরিমাণে দেশিয় অস্ত্র; কুড়াল, হাতুড়ি, রেঞ্চ, প্লায়ার্স, স্ক্রু ড্রাইভার, বিভিন্ন ধরনের তালা খোলার চাবিসহ বিপুল পরিমাণে ঘর ভাঙার সরঞ্জাম এবং বিভিন্ন ধরনের চোরাই মালামাল উদ্ধার করে। এর মধ্যে ১৬ নভেম্বর দিবাগত রাতের ঘটনায় চুরি যাওয়া মালামালও ছিল। ব্যাপক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামী মানিক চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন চাঞ্চল্যকর চুরি, দস্যুতা ও ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

আরো পড়ুন