রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃক মালিককে ফেরত দিল পুলিশ

প্রকাশিত : ৪:১৯ পূর্বাহ্ন রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

 

নিজস্ব প্রতিবেদকঃ 

 

লোহাগাড়ায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিক আয়েশা বেগমের হাতে তুলে দিয়েছে লোহাগাড়া থানা পুলিশ।

বৃহস্পতিবার রাতে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আতিকুর রহমান উদ্ধার হওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকে হাতে তুলে দেন।

ফোনটা উদ্ধারের দায়িত্বে ছিলেন থানার এএসআই মোহাম্মদ শামীম। তিনি জানান, ওসি স্যারের নির্দেশনায় থানায় মোবাইল হারিয়ে যাওয়া সংক্রান্ত সাধারণ ডায়েরীর ভিত্তিতে প্রযুক্তির মাধ্যমে এ ফোন উদ্ধার করা হয়েছে। ফোনটা ব্র্যান্ডের এ্যান্ড্রয়েড ফোন। মোবাইল ফোন হারিয়ে বা চুরি হয়ে যাওয়ার পর তা সচল থাকলে উদ্ধার করা সম্ভব। সঠিক তথ্য দিয়ে জিডি বা অভিযোগ করলে তা দ্রুত উদ্ধার সম্ভব।
মোবাইল ফোনের মালিক আয়েশা বেগম বলেন, মোবাইল ফোনের আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম। স্বজনদের পরামর্শে থানায় জিডি করেছিলাম। ৮ মাস পরে আজ ফোনটি ফেরত পেয়েছি। তিনি পুলিশের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আতিকুর রহমান বলেন, হারিয়ে যাওয়া মোবাইল ফোনের জিডির সূত্র ধরে আমরা এ মোবাইল ফোন উদ্ধার করেছি। এসব প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়া হয়েছে। পুলিশের এ ধরণের উদ্যোগ অব্যাহত থাকবে।

আরো পড়ুন