নিজস্ব প্রতিবেদকঃ
আগামী ৮ জুন বৃহস্পতিবার চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব ১৭)-২০২৩ উপজেলা পর্যায়ে আন্তঃইউনিয়ন খেলা শুরু হতে যাচ্ছে। লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ঐদিন বিকাল ৩:০০ টায় উদ্বোধনী খেলায় চিরপ্রতিদ্বন্দ্বী লোহাগাড়া ও পদুয়া ইউনিয়ন লড়াই করতে নামছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্ট সফল আয়োজনের লক্ষ্যে গত কয়েকদিন ধরে উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ'র নেতৃত্বে একটি কমিটি নয়টি ইউনিয়নের যোগ্য ও উপযুক্ত খেলোয়াড় বাছাই প্রক্রিয়া সুসম্পন্ন করেছে। বাছাইকৃত প্রত্যেক খেলোয়াড়ের নামে আলাদা আলাদা 'ইয়েস কার্ড' ইস্যু করা হয়েছে। স্বচ্ছতার খাতিরে এবছর খেলোয়াড় বাছাই শেষে ইতোমধ্যে প্রত্যেক দলের খেলোয়াড়দের ছবি ও ভিডিও ফেসবুকে প্রচার করা হয়েছে। কোনো খেলোয়াড়ের বিরুদ্ধে কারও আপত্তি থাকলে উপযুক্ত প্রমাণসহ জানাতে বলা হয়েছে। এ বছর খেলোয়াড় বাছাই প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ, সুন্দর ও কঠোর হওয়ায় এবং কোনো ধরনের অনিয়ম না হওয়ায় সচেতন মহল ও ক্রীড়ানুরাগী ব্যক্তিবর্গ বিষয়টিকে অত্যন্ত ইতিবাচকভাবে দেখেছেন। এই প্রক্রিয়ায় কোনো দল যেমন অনৈতিক সুবিধা নেওয়া বন্ধ হয়ে গেলো, তেমনি আগামী দিনে সঠিক বয়সের ও উপযুক্ত খেলোয়াড়রা খেলার জন্য ব্যাপকভাবে উৎসাহিত হবে বলেও তারা বিশ্বাস করেন। অতীতে তারা এতো কঠোরভাবে খেলোয়াড় বাছাই করতে দেখেননি। এই প্রক্রিয়া অবলম্বন করায় তারা উপজেলা নির্বাহী অফিসারকে অশেষ ধন্যবাদ জানান।
ইউএনও শরীফ উল্যাহ জানান, আগামী ৮ জুন খেলা শুরু হতে যাচ্ছে। আমাদের হাতে সময় কম ছিলো। তারপরও আমরা দ্রুতই সবকিছু গুছিয়ে নিয়েছি। ইতোমধ্যে প্রত্যেক দলের যোগ্য ও উপযুক্ত খেলোয়াড় বাছাইয়ের মতো সবচেয়ে বড় কাজটি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সুসম্পন্ন করেছি। এখন আর ভুয়া বা অবৈধ খেলোয়াড় মাঠে নামানোর সুযোগ নেই। কেউ চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত শাস্তির ব্যবস্থা থাকবে। আমরা এতো পরিশ্রম করেছি মূলত প্রকৃত খেলোয়াড়দেরকে খেলার সুযোগ করে দিতে এবং ভবিষ্যতের খেলোয়াড় গড়ে তুলতে। একটি স্বচ্ছ ও সুন্দর টুর্নামেন্ট আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্ট সকলেই আমাকে আন্তরিকভাবে সহযোগিতা করেছে। আমি মনে করি, প্রতিটি ম্যাচই বেশ জমজমাট হবে। খেলা দেখতে মাঠে অনেক দর্শকের উপস্থিতিও প্রত্যাশা করি।