রায়হান সিকদারঃ
স্বাস্থ্যসচেতনতার জন্য দরকার পরিষ্কার-পরিচ্ছন্নতা। স্বাস্থ্য সচেতনতার জন্য সকল শিক্ষার্থীকে ভাল অভ্যাস গড়ে তোলার আহবান জানিয়েছেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ।
৫ অক্টোবর দুপুর ২টার দিকে লোহাগাড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান উত্তর আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের হল রুমে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতন করার লক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লোহাগাড়ার ইউএনও আরও বলেছেন,
পরিষ্কার পানির মাধ্যমে নিরাপদে থাকতে হবে। খারাপ অভ্যাসের কারণে আমাদের স্বাস্থ্যের অনেক ক্ষতি হয়। খাওয়ার আগে ভালোভাবে হাত ধুয়ে ফেলতে হবে। তোমরা নিজেরা সচেতন হবে। তোমাদের মা-বাবাকে সচেতন হওয়ার জন্য বলতে হবে। খারাপ খাবার পরিহার করতে হবে। খারাপ অভ্যাস পরিহার করতে হবে। থালা বাসন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ধুলাবালি পড়লে সেগুলো পরিষ্কার করতে হবে। শিক্ষার্থীরা পরিষ্কার-পরিচ্ছন্নতা না মানলে স্বাস্থ্যগত জটিলতা দেখা দিতে পারে। দাঁত অপরিস্কার থাকলে পেটের পীড়াসহ নানান অসুস্থতা সৃষ্টি হতে পারে।
ইউএনও আরও বলেন, জাং ফুড পরিহার করতে হবে। যদি সুস্থ থাকতে চাও, তোমাদেরকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। একটি সুস্থ-সবল জাতি হিসেবে গড়ে উঠতে হলে তোমাদের জন্য দরকার স্বাস্থ্যসচেতনতা। তোমার অভ্যাসগুলো দেখে অন্যরাও শিখবে। স্বাস্থ্যবিধিকে দৈনন্দিন অভ্যাসে পরিণত করতে হবে। যেখানে খারাপ জিনিস বিক্রি হচ্ছে সেখানে তোমার জ্ঞান অনুযায়ী প্রতিবাদ করতে হবে। তোমাদের শিক্ষাজীবন আনন্দময় হোক এটাই আমার প্রত্যাশা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফেরদৌসের সভাপতিত্বে বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ সোহেল চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা সহকারী শিক্ষা অফিসার এসএম মনির উদ্দিন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর পুর্বে বিদ্যালয়ের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বুক কর্ণার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ।