শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

স্বামীকে দেখতে ফিল্ড হাসপাতালের গেইটে অগ্নি বড়ুয়া

প্রকাশিত : ১০:২৮ পূর্বাহ্ন শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

নিজস্ব প্রতিবেদক,দেশবাংলা ডটনেট

 

চলমান করোনা পরিস্থিতিতে দেশের প্রথম ‘চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল’এর উদ্যোক্তা ডা:বিদ্যুৎ বড়ুয়াকে দেখতে আসলেন স্ত্রী অগ্নি বড়ুয়া।
আজ বুধবার (১৩ই মে) নগরীর সিটি গেইটের অদুরে ‘চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল’ এর গেইটে স্বামী ডা:বিদ্যুৎ বড়ুয়াকে দেখতে এসেছেন বলে এ প্রতিবেদককে জানিয়েছেন হাসপাতালে স্বেচ্ছাসেবক হিসেবে কর্মরত চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা রমিজ উদ্দীন কানন।
তিনি বলেন,হাসপাতালের গেইট তিনি আধঘন্টার মত ছিলেন এবং দীর্ঘ ২৪ দিন পরে স্বামী ডা:বিদ্যুৎ বড়ুয়াকে দেখে অনেকটা আবেগাপ্লুত হয়ে যান। ডা:বিদ্যুৎ দম্পতির দুই সন্তান অন্তল এবং অনিককে বাসায় রেখেই ছুটে যান ডা:বিদ্যুতের সহ-ধর্মিনী অগ্নি বড়ুয়া।

দেশের বিখ্যাত শিল্পগ্রুপ নাভানার সহযোগীতায় এবং সাধারন জনগনের ১০০ টাকা অনুদানে দেশের প্রথম ফিল্ড হাসপাতাল ‘চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল’ প্রতিষ্ঠিত হয়েছে।
মাত্র ১৫ দিনের ব্যবধানে প্রস্ততকৃত এ ফিল্ড হাসপাতালে এ পর্যন্ত অনেক করোনা রোগী চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন স্বজনদের কাছে। এ মুহুর্তে ১০ জন করোনা পজিটিভসহ মোট ১৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছে বলে জানান রমিজ উদ্দীন।
এছাড়াও আজকে সারাদিনে মোট ৮ জন রোগীকে রিলিজ দেয়া হয়েছে বলে জানান তিনি।

আরো পড়ুন