শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫

স্বর্ণের দোকানে নকল স্বর্ণ বন্ধক দিতে এসে তিন প্রতারক আটক

প্রকাশিত : ১২:৩৩ পূর্বাহ্ন শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫

 

লোহাগাড়া প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলায় নকল স্বর্ণ বন্ধক রাখতে গিয়ে প্রতারক চক্রের দুই নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ

বুধবার ( ৮ সেপ্টেম্বর ) দুপুরে উপজেলার পুটিবিলা ইউনিয়নেন এম.চর.হাট বাজারে জগদিশের স্বর্ণের দোকানে এই ঘটনা ঘটে।

এসময় তাদেন কাছ থেকে নগদ ২৬ হাজার টাকা ও প্রতারণা কাজে ব্যবহৃত নকল স্বর্ণ উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, কক্সবাজারের পেকুয়া উপজেলার শীলখালী ইউনিয়নের আলী চাঁদ মাতবর পাড়া এলাকার জান্নাতুল আইমন ( ৩৫)তার ননদ কানিজ ফাতিমা ( ২৫) ও শুশুর নুরুল আবছার (৭৬) ।

স্বর্ণ দোকানদার জগদিশ নাথ জানান, প্রতারককেরা গত সপ্তাহ আমার দোকানে নকল স্বর্ণ বন্ধক দিয়ে ২৮ হাজার টাকা নিয়ে যায় । তখন আমি ব্যস্ততার কারনে নকল স্বর্ণগুলো চিনতে পারি নাই । পরবর্তী স্বর্ণগুলো সন্দেহ হলে পরিক্ষা করে সেগুলো নকল জানতে পারি।
প্রতারক চক্রটি আবার সে সুযোগে নকল স্বর্ণ বন্ধক দিতে আসে। ঘটনার দিন কানের দুল বন্ধক দিয়ে টাকা নিতে আসলে আমি তাদের চিনতে পারি।

তাদের দোকানে আটকানোর চেষ্টা করলে তারা দৌড়ে পালানোর সময় স্থানীয়রা তিন প্রতারককে আটক করে।

তিন প্রতারকের মধ্যে একজন শ্বশুর,মেয়ে ও পুত্রবধু।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ বলেন, পুটিবিলার এমচর হাটে নকল স্বর্ণ বন্ধক রেখে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করলে দুই নারীসহ তিনজনকে আটক করে স্থানীয়রা পুলিশে খবর দেন।

ঘটনাস্থলে এস আই দুলাল বাড়ৈকে পাঠানো হয়েছে। এঘটনায় দুই নারীসহ তিনজনকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। । তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন