রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ১২:২৭ অপরাহ্ন রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন সোনাকানিয়া ইউপির নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ তথা নৌকার মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী, সমাজসেবক ও ব্যবসায়ী মুহাম্মদ জসিম উদ্দিনের সমর্থনে এক বিশাল নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
১২ জানুয়ারী রাত ৮টার দিকে সোনাকানিয়া ইউপির ৭নং ওয়ার্ডস্হ হাতিয়ারপুল এলাকায় এ নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন অত্র এলাকার মুরুব্বী সোলতান আহমদ সওদাগর
নির্বাচনী পথসভায় প্রধান অতিথি ছিলেন বড়হাতিয়া ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান, দক্ষিণ জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক বাবু বিজয় কুমার বড়ুয়া।
তিনি বলেছেন, জসিম উদ্দিন দুঃসময়ের একজন আওয়ামীলীগের কর্মী। উন্নয়ন দেখতে চান নৌকাকে বিজয়ী করুন। সোনাকানিয়া ইউনিয়নের অবহেলিত কাজ করতে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে সারাদেশ এগিয়ে যাচ্ছে।
নির্বাচনী জনসভায় প্রধান বক্তা ছিলেন সাংসদ প্রফেসর ড.নদভীর একান্ত সচিব,তারুণ্যের অহংকার, সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য এরফানুল করিম চৌধুরী।
তিনি তার বক্তব্যে বলেছেন,সোনাকানিয়ার মানুষ অনেক শান্তপ্রিয়। জসিম ভাই একজন দুঃসময়ের আওয়ামীলীগের কান্ডারী। নৌকা স্বাধীনতার প্রতীক। উন্নয়নের প্রতীক। সোনাকানিয়া ইউপি নির্বাচনে আমার এলাকার ভাল কাজের বিনিময়ে মাননীয় এমপি মহোদয়ের উন্নয়নের স্বার্থে জসিম উদ্দিনকে আগামী ৭ ফেব্রুয়ারি নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করুন। জসিম বিজয়ী হলে সোনাকানিয়া হবে একটি আলোকিত সোনাকানিয়া ইউনিয়ন। তাই উন্নয়ন করতে চাইলে নৌকা প্রতীককে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।
নির্বাচনী উঠান বৈঠকে গুরুত্বপূর্ণ বক্তব্যে রাখেন সোনাকানিয়া ইউপির নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ জসিম উদ্দিন।
তিনি বলেছেন, নির্বাচিত হলে সোনাকানিয়া ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন পরিষদ গড়ে তু্লবো। আমার কাছে সকলের মর্যাদা এক হবে। আমি সোনাকানিয়ার মানুষের সেবক হতে চাই। দীর্ঘদিন রাজনীতি করেছি, আওয়ামীলীগের একজন কর্মী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী মা নৌকা প্রতীক টি সোনাকানিয়া বাসীর সেবা করার জন্য আমাকে উপহার দিয়েছেন। আমি কোনদিন অন্যায় করিনি। অন্যায়ের বিরুদ্ধে সবসময় প্রতিবাদ করেছি। তাই নৌকা প্রতীকে ভোট দিয়ে সোনাকারিয়া বাসীর সেবা করার সুযোগ দিয়ে আমাকে নির্বাচিত করুন। এলাকার উন্নয়নে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করবো ইনশাল্লাহ।
নির্বাচনী পথসভায় বিশেষ অতিথি ছিলেন সোনাকানিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি, সাংসদ প্রফেসর ড.নদভীর সহকারী একান্ত সচিব, তারুণ্যের অহংকার এসএম শাহাদাৎ হোসাইন শাহেদ।
তিনি তার বক্তব্যে বলেছেন, নৌকা উন্নয়নের প্রতীক। নৌকায় ভোট দেশের উন্নয়ন হয়। সোনাকানিয়ার উন্নয়নে মাননীয় এমপি মহোদয়ের নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সোনাকানিয়ার অবশিষ্ঠ অনেক কাজ রয়েছে। সামনে ইউপি নির্বাচন। জসিম উদ্দিন ভাইকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনাকানিয়ার সেবা করার জন্য নৌকার প্রতীক দিয়েছেন। আপনারা সকলে ঐক্যবদ্ধ হলে সোনাকানিয়াবাসীর উন্নয়নকে বেগবান করতে নৌকাকে ভোট দিয়ে বিজয়ী করুন।
নির্বাচনী পথসভায় চেয়ারম্যান পদপ্রার্থী জসিম উদ্দিনের ছোট ভাই শিল্পপতি মুহাম্মদ খোরশেদ আলম,সোনাকানিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী,সোনাকানিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোকতার আহমদ , সোনাকানিয়া ইউনিয়ন আওয়ামীলীগের অর্থ সম্পাদক মুহাম্মদ আবছার, যুবলীগ নেতা ওমর ফারুক ভুট্টু, যুবলীগ নেতা এরফানসহ সোনাকানিয়া ইউনিয়ন ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগসহ সোনাকানিয়ার সর্বস্তরের জনসাধারণ উপস্হিত ছিলেন।
উল্লেখ্য,আগামী ৭ ফেব্রুয়ারি সাতকানিয়ার সকল ইউপির নির্বাচন অনুষ্ঠিত হবে।