বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

সীতাকুন্ডে ডাকাতির প্রস্তুতিকালে ৪টি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার-৪

প্রকাশিত : ১১:১৯ অপরাহ্ন বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

সীতাকুণ্ডের ছলিমপুর এলাকার আমির খসরু মাহমুদ চৌধুরীর মালিকানাধীন বাগান বাড়ীতে একাধিক মামলার পলাতক আসামী রোকন উদ্দিন@ পিস্তল রোকন তার কয়েকজন সহযোগীসহ অস্ত্রশস্ত্র নিয়ে সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলা ডিবি পুলিশের একটি টিম ২৭/০৮/২০১৯খ্রি: ভোর ০৪:০০ ঘটিকায় বর্ণিত বাগান বাড়ীতে অভিযান পরিচালনা করেন।

  1. অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা পুলিশ’কে লক্ষ্য করে এলোপাতাড়ী গুলি ছোঁড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে। উভয় পক্ষের গুলি বিনিময়কালে সহযোগীর ছোঁড়া বিক্ষিপ্ত গুলিতে ১। মো: বাবলু@ পিস্তল বাবলু@ ইসহাক (৩৫) পিতা-মৃত নুরুল আলম@ মাঝি সাং-দক্ষিণ ছলিমপুর, ফকিরহাট, মীর আউলিয়ার বাড়ী, কাজী পাড়া, ৬নং ওয়ার্ড এবং ২। আব্দুল বারেক@ পেয়ারু(৩৬) পিতা-মৃত আবুল কাশেম সাং-দক্ষিণ ছলিমপুর, কাজী পাড়া, ৬নং ওয়ার্ড, উভয় থানা-সীতাকুন্ড জেলা-চট্টগ্রাম নামের ২জন ডাকাত সদস্য পায়ে গুলিবিদ্ধ হয়। পুলিশ ঘটনাস্থল হতে ফাহিম ইসলাম(৩২) পিতা-মো: রফিকুল ইসলাম সাং-কলাকান্দা, চেঙ্গাচর বাজার, থানা-উত্তর মতলব জেলা-চাঁদপুর বর্তমানে উত্তর ফকিরপাড়া, থানা-সীতাকুন্ড জেলা-চট্টগ্রাম এবং জাহাঙ্গীর আলম(৪০) পিতা-মৃত বদিউল আলম সাং-উত্তর ছলিমপুর, সিপাহীপাড়া থানা-সীতাকুন্ড জেলা-চট্টগ্রাম নামের তাদের ২জন সহযোগীকে গ্রেফতার করে। তাদের অন্যতম সহযোগী রোকন উদ্দিন@ পিস্তল রোকন আরো কয়েকজন সহযোগীসহ ঘটনাস্থল হতে সুকৌশলে পালিয়ে গেছে। ঘটনায় আহত মো: বাবলু@ পিস্তল বাবলু@ ইসহাক এবং আব্দুল বারেক@ পেয়ারু’কে চিকিৎসার জন্য চমেক হাসপাতাল প্রেরণ করা হয়েছে।
    ধৃত ও পলাতক আসামীগণ চুরি, ডাকাতি, দস্যুতা ও অস্ত্রসহ একাধিক মামলার পলাতক আসামী। ধৃত আসামী বাবলু@ পিস্তল বাবলু এর বিরুদ্ধে সীতাকুন্ড থানাসহ বিভিন্ন থানায় ৮টি, ফাহিম ইসলাম এর বিরুদ্ধে ১০টি, জাহাঙ্গীরের বিরুদ্ধে ২টি এবং পলাতক আসামী রোকনের বিরুদ্ধে ২২টি মামলা রুজু আছে। পুলিশ ঘটনাস্থল হতে আসামীদের হেফাজতে থাকা ৩টি দেশীয় তৈরী পাইপগান, ১টি বন্দুক, ২ রাউন্ড শর্টগানের কার্তুজ এবং ঘটনাস্থল হতে ১টি কার্তুজের খোসা উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামীগণ সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্য। তারা তাদের পলাতক সহযোগীগণসহ পরষ্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে চট্টগ্রাম ও সীমান্তবর্তী জেলা এলাকায় চুরি, ডাকাতি, দস্যুতাসহ বিভিন্ন ধরনের অপরাধ সংঘটন করছে। পলাতক রোকন উদ্দিন@ পিস্তল রোকন এবং তাদের সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র উদ্ধার সংক্রান্তে দুটি মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।

আরো পড়ুন