নিজস্ব প্রতিবেদকঃ
প্রয়াত মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন বীর বিক্রম , চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় জন্ম নেয়া একজন ক্ষণজন্মা সন্তান।
কর্ম জীবনে যেমন রেখেছিলেন বীরত্ব তেমনি ব্যক্তিগত জীবনেও ছিলেন সফল একজন।
সর্বশেষ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সামরিক সচিবের দায়িত্ব থাকাকালীন সময়ে মৃত্যু বরণ করেন।
যতদিন বেঁচে ছিলেন একাধারে নিজ বাহিনী এবং নিজ এলাকার প্রতি দেখিয়েছেন অকৃত্রিম ভালবাসা।
এমন বীরের বীরত্ব কে ভূলে যায়নি বাংলাদেশ সেনাবাহিনী ও। আজ সকালে সাভার সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব মেলিটারি পুলিশ (CMP) এর বাৎসরিক অধিনায়ক সম্মেলনে একটি অডিটোরিয়াম এর নামকরণ করা হয় মাননীয় প্রধানমন্ত্রীর প্রয়াত সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন বীর বিক্রম'র নামে।
সেনাবাহিনী প্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ এই অডিটোরিয়ামের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন আর্মি ট্রেনিং এন্ড ডক্ট্রিন কমান্ডিং জিওসি জেনারেল মতিউর রহমান, সেনা সদরের এক্সুডেন্ট মেজর জেনারেল শাকিল আহমেদ, ৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল শাহিনুল হক, CMP সেন্টারের কমান্ডেন্ট বিগ্রেডিয়ার জেনারেল খালেদ শামস্ সহ সেনাকর্মকর্তাবৃন্দ।