বুধবার, ০১ জানুয়ারী ২০২৫
প্রকাশিত : ৭:৩৯ পূর্বাহ্ন বুধবার, ০১ জানুয়ারী ২০২৫
শহীদুল ইসলাম বাবর, দক্ষিণ চট্টগ্রাম
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন এমএ মোতালেব সিআইপি।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘শনিবার বিকেলে প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সভায় সাতকানিয়া উপজেলা পরিষদ নির্বাচনে এমএ মোতালেবকে দলের পক্ষ থেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়।’
তবে মনোনয়ন বঞ্চিতরা বলছেন, শুরু থেকেই মোতালেব নির্বাচন না করার কথা বললেও ভেতরে ভেতরে মনোনয়নের চেষ্টা-তদবির চালিয়ে যাওয়া ও দলের মনোনয়ন বাগিয়ে নেওয়ায় নেতাকর্মীদের সঙ্গে বেঈমানি করেছেন। এমএ মোতালেব উপজেলা আওয়ামী লীগের সভাপতি হলেও তিনি কোনোরকম দলীয় কর্মসূচিতে অংশ নেন মাত্র। এর বাইরে উনার কোনো পদচারণা নেই। এ কারণে জামায়াতের ঘাঁটি হিসেবে পরিচিত এ উপজেলায় কর্মীবান্ধব নেতাকেই প্রার্থী করা উচিত ছিল বলে মন্তব্য তাঁদের।
জানা যায়, আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক গোলাম ফারুক ডলার, কার্যনির্বাহী সদস্য মোস্তাক আহমদ আঙ্গুর, সাতকানিয়া আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব সিআইপি, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী ও সহসভাপতি বশির আহমদ চৌধুরী, বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি আবু ছালেহ মনোনয়নপ্রত্যাশী ছিলেন। এর মধ্যে নুরুল আবছার চৌধুরী, গোলাম ফারুক ডলার ও আবু ছালেহ মাঠে বেশ তৎপর ছিলেন।
সাতকানিয়া উপজেলা পরিষদ নির্বাচনে দলের চেয়ারম্যান প্রার্থী নির্ধারণের জন্য চলতি বছরের ২৭ জানুয়ারি আন্দরকিল্লাস্থ দলের চট্টগ্রাম দক্ষিণ জেলা কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে সম্ভাব্য তিনজন চেয়ারম্যান প্রার্থীর নাম কেন্দ্রে পাঠানোর কথা থাকলেও দক্ষিণ জেলা আওয়ামী লীগ একক প্রার্থী হিসেবে এমএ মোতালেক সিআইপির নাম প্রস্তাব করে।
এ খবর জানাজানি হলে চেয়ারম্যান পদে দলের মনোনয়ন পেতে ইচ্ছুক অন্য নেতারাও দলের মনোনয়ন ফরম কিনে কেন্দ্রীয় অফিসে জমা দেন। কিন্তু পরবর্তীতে নির্বাচন পিছিয়ে গেলে সেই সময়কার প্রার্থী নির্ধারণের কাজ থমকে যায়।
পরবর্তীতে সম্প্রতি নির্বাচনের তফসিল ঘোষণা করলে শনিবার সন্ধ্যায় দলের মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সাতকানিয়া উপজেলা পরিষদ নির্বাচনে দলে চেয়ারম্যান প্রার্থী হিসেবে এমএ মোতালেবের নাম ঘোষণা করা হয়।
প্রার্থী মনোনয়নের বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক গোলাম ফারুক ডলার বলেন, ‘মোতালেব সাহেব নির্বাচনে না বলার কারণেই আমরা মনোনয়ন প্রত্যাশী হয়েছি। এবং আমরা এলাকায় কাজ করেছি। কিন্তু তিনি ভেতরে ভেতরে মনোনয়নের কাজ চালিয়ে যাওয়াটা আমাদের এবং তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে বেঈমানি করেছে বলে মনে করি।’
দেশের বাইরে অবস্থান করায় এমএ মোতালেবের বক্তব্য পাওয়া যায়নি।
ঢাকায় অবস্থান করা চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, ‘দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সাতকানিয়া আওয়ামী লীগের সভাপতি এমএ মোতালেবকে প্রার্থী ঘোষণা করা হয়েছে বলে নিশ্চিত হয়েছি।’ সূূূূত্র এনটিভি