শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

সাতকানিয়ায় ১৭টাকার বিরোধে যুবককে ছুরিকাঘাতে হত্যা

প্রকাশিত : ১০:৪৬ অপরাহ্ন শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

দেশবাংলা ডেস্ক
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম মাহমুদুল হক (৩৩)। মঙ্গলবার (২৮ মে) দুপুর ২টার দিকে উপজেলার ছদাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মিঠার দোকানের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর ঘটনাটি ঘটে। নিহত মাহামুদুল হক  উপজেলার ছদাহা ইউনিয়নের ৫ নম্বর আজিমপুর এলাকার বদিউল আলমের ছেলে। এ ঘটনায় নিহতের বড় ভাই জিয়াবুল হক গুরুতর আহত হয়ে আশঙ্খাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। 
জানা যায়,  নিহতের বড় ভাই ব্যবসায়ী এনামুল হক বলেন, আমার ভাই এলাকায় একটি মাছের ফিডের কারখানায় সহকারী হিসাবে কাজ করতো। গত রবিবার (২৬ মে) সে কারখানার পাশে একটি চায়ের দোকানে চা খেয়ে ১৭ টাকা বাকি রাখে। বকেয়া টাকার জন্য চায়ের দোকানদার ফেরদৌসের ছেলে কিশোর গ্যাং সদস্য রায়হান (২৩) লোহার রড নিয়ে আমার ভাইকে মারতে তেড়ে আসে। পরদিন সোমবার স্থানীয় মোহাম্মদ সোলাইমানের ছেলে মোহাম্মদ সাইফুল (২৫), আজিজুল হক রাজামিয়ার ছেলে সোহাগ (২৪), মোহাম্মদ আনিসের ছেলে মোহাম্মদ তাসিফ (১৬) আমার ভাইকে বেধড়ক মারধর করে ছুরিকাঘাতে খুন করে। আমার আরেক ভাইকেও ছুরিকাঘাত করে সেও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমি এ ঘটনায় মামলা দায়ের করব। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, মাত্র ১৭ টাকা পাওনা নিয়ে গত সোমবার বিকেলে চায়ের দোকানির ছেলের সঙ্গে নিহত যুবক মাহামুদুল হকের হাতাহাতি হয়েছিল। এতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত মাহামুদুল হক চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
আমরা জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছি।

আরো পড়ুন