শহীদুল ইসলাম বাবর
কোটা বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার অভিযোগে চট্টগ্রাম-১৫ আসনের সাবেক এমপি আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী ,পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া,চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান,সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জুবায়েরসহ আওয়ামীলীগ নেতাকর্মী ও ইউপি চেয়ারম্যানদেরকে আসামি করে সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১৯৮ এজাহার নামীয় আসামি ছাড়াও আরো ২০০/২৫০ জনকে অজ্ঞাত আসামী করা হয়। শনিবার রাতে এ মামলাটি দায়ের করেন পশ্চিম ঢেমশা ইউনিয়নের মৃত নুরুল ইসলামের পুত্র সৈয়দুজ জামান। সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল খান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় আওয়ামীলীগ যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মি ছাড়াও আটজন ইউপি চেয়ারম্যানকে আসামী করা হয়। এজাহার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট দুপুর ২ টার দিকে কোটা বৈষম্য বিরোধী ছাত্র জনতার একটি মিছিল সাতকানিয়া রাস্তার মাথা থেকে কেরানীহাটে পৌঁছলে আসামিরা বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে এই মিছিলের উপর গুলি ও লোহার রড, রামদা ও লাঠি নিয়ে হামলা করে । ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক তৈরি করে। দাঁড়িয়ে থাকার চারটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। এই হামলায় পুরানগড় ইউনিয়নের আবু ইউসুফসহ বেশ বেশ কয়েকজন ছাত্র-জনতা আহত হয়। এই ঘটনার দীর্ঘ পাঁচ মাসের মাথায় এ মামলা দায়ের করা হলো। সাতকানিয়া থানার ওসি মোস্তাফা কামাল খান বলেন, বাদির অভিযোগ পেয়ে সংশ্লিষ্ট ধারায় মামলা রেকর্ড করেছি । আসামিদের গ্রেফতার ও মামলা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।