শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ১১:১৪ অপরাহ্ন শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ও তার স্ত্রীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার বাদ আসর সাতকানিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে
সাতকানিয়া পৌরসভার একটি মসজিদে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য জামাল হোসেন।সাতকানিয়া বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত দোয়া মাহফিলে সাতকানিয়া বিএনপির সাবেক অর্থ সম্পাদক আলহাজ্ব এম এ রহিম, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শওকত আলী চৌধুরী, খাগরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন উর রশিদ, উপজেলা বিএনপি নেতা আহমদুল হক সিকদার, গোলাম রসূল মোস্তাক, নূরুল হক, আবু তারেক, নূরুল ইসলাম বাবুল, মোস্তাক আহমদ, পৌরসভা বিএনপি নেতা এম এ রহিম, সাতকানিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মামুন, নেজাম উদ্দিন চৌধুরী, মমতাজ উদ্দিন চৌধুরী, আবদুল মোমেন চৌধুরী, জাহাঙ্গীর আলম, যুবদল নেতা নেজাম উদ্দিন, আবদুল মান্নান, কামাল হোসেন, জিয়াউর রহমান, আবু তৈয়ব, মিজানুর রহমান, পৌরসভা যুবদল নেতা আবদুল আজিজ চৌধুরী, মোঃ সেলিম উদ্দিন, সাজ্জাদ হোসেন, মোহাম্মদ শাহাজান, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মিন্টু, যুগ্ম আহবায়ক মোহাম্মদ ইউছুফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মোহাম্মদ শাকিল, সাইমুন খান, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল নেতা ইকবাল হোসেন রুবেল, উত্তর সাতকানিয়া ছাত্রদল নেতা আশিকুর রহমান আশিক, মহিউদ্দিন, পৌরসভা ছাত্রদল নেতা মোঃ তোয়াহা, মিশকাতুন্নবী, মোহাম্মদ আওয়াল, সাতকানিয়া সরকারী কলেজ ছাত্রদলের আহ্বায়ক নুরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন, উপজেলা-পৌরসভা ছাত্রদল নেতা আবদুল্লাহ আল রাফি, মোহাম্মদ আবছার, জুবায়ের রহমান জুবু ও জাফর আহমদ ডিগ্রী কলেজ ছাত্রদল নেতা মিনহাজুর রহমানসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন ।