শহীদুল ইসলাম বাবর
সপ্তম ধাপে আগামী ৭ ফেব্রæয়ারী অনুষ্ঠিতব্য সাতকানিয়ার স্থানীয় সরকার(ইউপি) নির্বাচনে ১৬টি ইউনিয়নে দলীয় প্রার্থী চুড়ান্ত করেছে বাংলাদেশ আওয়ামীলীগ। বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী মনোনয়ন বোর্ডের সভায় এই প্রার্থী তালিকা চুড়ান্ত করা হয়। কারা দলের মনোনয়ন পেয়েছেন এটি শুক্রবার সকালে দলের পক্ষ থেকে চুড়ান্ত প্রার্থী তালিকা ঘোষনা করার কথা থাকলেও দলীয় মনোনয়ন ফরম জমা দেওয়া নেতাদের মধ্যে থেকে সাতকানিয়া উপজেলার চরতীতে সাতকানিয়া আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট প্রদীপ কুমার চৌধুরী,খাগরিয়ায় বর্তমান চেয়ারম্যান আখতার হোসেন, নলুয়ায় বর্তমান চেয়ারম্যান তসলিমা আক্তার, কাঞ্চনায় বর্তমান চেয়ারম্যান রমজান আলী, আমিলাইষে সাবেক চেয়ারম্যান সারওয়ার উদ্দিন চৌধুরী, মার্দাশায় বর্তমান চেয়ারম্যান আ ন ম সেলিম চৌধুরী, ঢেমশায় বর্তমান চেয়ারম্যান রিদুয়ান উদ্দিন, পশ্চিম ঢেমশায় বর্তমান চেয়ারম্যান আবু তাহের জিন্নাহ, কেঁওচিয়ায় উত্তর সাতকানিয়া যুবলীগ সাধারণ সম্পাদক ও কেরানীহাট মা-শিশু জেনারেল হাসপাতালের চেয়ারম্যান ওসমান আলী, কালিয়াইশে বর্তমান চেয়ারম্যান হাফেজ আহমদ, ধর্মপুরে নাছির উদ্দিন টিপু,বাজালিয়ায় বর্তমান চেয়ারম্যান তাপস দত্ত, পুরানগড়ে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আ ফ ম মাহবুবুল হক, ছদাহায় মোসাদ হোসেন চৌধুরী, সাতকানিয়া সদরে সেলিম উদ্দিন ও সোনাকানিয়ায় জসিম উদ্দিনকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দলীয় নেতাকর্মীরা স্ট্যাটাস দিচ্ছেন। অনেকে তাদের সমর্থিতদের অভিনন্দনও জানাচ্ছেন। তবে উপরোক্ত নেতারাই মনোনয়ন পেয়েছেন এমন তথ্য দলীয় সুত্রগুলো নিশ্চিত করতে পারেনি।
মনোনয়ন প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে কেওচিয়া ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ওসমান আলী বলেন, গত নির্বাচনে আমাকে নানা ষড়যন্ত্রে হারিয়ে দেয়া হলেও আমি হারিয়ে যায়নি। দীর্ঘ সময় এলাকাবাসীর সুঃখে দুঃখে নিজেকে জড়িয়ে রেখেছিলাম। দলের প্রতি ছিলাম শতভাগ অনুগত। সব মিলিয়ে দলের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়েছেন বলে জানতে পেরেছি । তবে সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমিও বিভিন্নজনের নাম দেখতে পাচ্ছি। দলের পক্ষ থেকে এখনো প্রার্থীদের চুড়ান্ত তালিকা আমরা পাইনি। শুক্রবার সকালে দলের পক্ষ থেকে চুড়ান্ত প্রার্থীদের তালিকা ঘোষনা করা হবে বলে জানতে পেরেছি।