রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ১২:১৪ অপরাহ্ন রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
নিজস্ব প্রতিবেদকঃ
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় এনটিভি অনলাইন বিভাগের দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি শহীদুল ইসলাম বাবরের মোটরসাইকেল চুরি হয়েছে। গত রবিবার রাত নয়টার দিকে সাতকানিয়ার কেরানীহাটে নিজস্ব কার্যালয়ের সামনে থেকে মোটরসাইকেলটি চুরি হয়। সিটি হান্ড্রেড লেটেস্ট মডেলের এই মোটরসাইকেলটির মূল্য আনুমানিক এক লক্ষ টাকা । শহীদুল ইসলাম বাবর বিষয়টি নিশ্চিত করে বলেন,আমি অফিসে কাজ করে রাত নটার সময় নিচে নেমে দেখি মোটরসাইকেলটি নেই। বিষয়টি সাতকানিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনকে অবহিত করা হয়েছে ।
ওসি আনোয়ার হোসেন বলেন, সাংবাদিক বাবরের মোটর সাইকেলটি চুরি হওয়ার সংবাদ পেয়েছি। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।