শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ৯:৪২ পূর্বাহ্ন শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
শহীদুল ইসলাম বাবর, দেশবাংলা.নেট
সাতকানিয়ায় অটো টেম্পো – অটো রিক্সা ও সিএনজি শ্রমিক ইউনিয়নের সম্মেলন’২০১৯ অনুষ্ঠিত হয়। গত ১৪ই ডিসেম্বর রোজ শনিবার বিকাল ৪ ঘটিকায় সাতকানিয়া উপজেলার দেওদীঘি কে এম উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া লোহাগাড়ার সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। তার বক্তব্যে তিনি শ্রমিকদের বিভিন্ন যৌক্তিক দাবী দাওয়া গুলি সমাধান করার সর্বোচ্চ গুরুত্বআরোপ করেন।
এবং সাতকানিয়ায় একটি সিএনজি ষ্টেশন করার ও অঙ্গিকার করেন,এবং কেরানীহাটে সিএনজি কেন ওঠতে পারেনা সেই বিষয় সংশ্লীষ্টদের সঙ্গে আগামী উপজেলার আইনশৃংখলা বৈঠকে কথা বলবেন বলে ও শ্রমিকদের আশ্বস্ত করেন।এবং সাতকানিয়া লোহাগাড়ার শ্রমিকদের যে কোন সমস্যা সমাধানে নিজকে সম্পৃক্ত করার ঘোষনা দেন।
সাতকানিয়া সিনএজি সমিতি’র উপদেষ্টা ও সাতকানিয়া উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক, মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ন.ম সেলিম চৌধুরী’র সভাপতিত্ব অত্র সংগঠনে সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক হলিলুর রহমানের যৌথ সঞ্চণায়লে আরো উপস্থিত ছিলেন সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ জনাব শফিউল কবির, সাতকানিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন হাসান চৌধুরী,সাতকানিয়া মুক্তিযোদ্ধা কমান্ড আবি তাহের এলএমজি,এওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক,সাতকানিয়া প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্বা সৈয়দ মাহফুজ উন্নবী খোকন,উপজেলা যুবলীগ নেতা এটিএম সাইফুল ইসলাম, স্থানীয় সাংসদের সহকারী একান্ত সচিব এস এম শাহাদাৎ হোসেন সাহেদ,দেলোয়ার হোসেন বেলাল, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মোহাম্মদ ইমরান,দক্ষিণ জেলা ছাত্রলীগ যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম,ওয়াহিদুল ইসলাম মানিক,তারেক সোহান,মোহাম্মদ লিটন,আক্কাস আলী,মোহাম্মদ আলামগীর,জাহেদুল ইসলাম, এওচিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহামান প্রমুখ।