বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫
প্রকাশিত : ৬:১১ অপরাহ্ন বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫
দেশবাংলা ডেস্কঃ
জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি ও দেশবাংলার বিশেষ প্রতিনিধি সাংবাদিক রায়হান সিকদারের নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কে বা কারা ভূয়া ফেসবুক আইডি খুলেছেন। উক্ত ভূয়া আইডি থেকে অপ্রীতিকর ও দেশদ্রোহী পোষ্ট করে তার বড় ধরণের ক্ষতি সাধনের সম্ভাবনা রয়েছে।
সোমবার (৪ মে) উক্ত ভূয়া আইডির বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লোহাগাড়া থানায় সাধারণ ডায়েরী (নং- ১২০) করেছেন।
সাংবাদিক রায়হান সিকদার জানান, আমার নাম ও ছবি ব্যবহার করে কে বা কারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভূয়া ফেসবুক আইডি খুলেছে। উক্ত আইডি থেকে অপ্রীতিকর পোষ্ট করে আমার বড় ধরণের ক্ষতিসাধন করার সম্ভাবনা থাকায় থানায় সাধারণ ডায়েরী নথিভুক্ত করে রেখেছি।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকের হোসাইন মাহমুদ জানান, এই ফেইক আইডির ব্যাপারে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।