রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ১২:০৩ অপরাহ্ন রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি রেঞ্জের আওতাধীন হারবাং বিট এলাকায় অভিযান চালিয়ে ৩০০ আকাশমনি গাছ জব্দ করা হয়।
জানা যায়, হারবাং বিটের শাবান ঘাটা রইদ্দার ঘোনা এলাকায় একটি সরকারী জবর-দখল কৃত বাগান রয়েছে। বাগানটি বনবিভাগের জায়গায়। অবৈধ দখলকৃত দুস্কৃতকারীরা প্রভাব কাটিয়ে জোরপূর্বক সরকারী জায়গা থেকে গাছ বিক্রি করে আসছিল। খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে চুনতি রেঞ্জ কর্মকর্তা ও হারবাং বিট কর্মকর্তা মুহাম্মদ শাহিনুর রহমান বিপ্লবের নেতৃত্বে বনবিভাগের একটি টিম ওই স্পট থেকে গাছগুলো জব্দ করে বনবিটের আওতায় নিয়ে আসে। এসব দুষ্কৃতকারী চক্রদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্হা নেওয়া হয়েছে।
চুনতি বনরেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ শাহিনুর রহমান জানান,আমি চুনতি রেঞ্জের আওতাধীন প্রতিনিয়ত সরকারী জায়গায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে যাচ্ছি। গত কয়েকদিন ধরে প্রভাবশালী চক্র সরকারী জায়গা থেকে গাছ বিক্রি করার চেষ্ঠা চালালে ৩০০ ঘনফুট গাছ জব্দ করে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসেছি। এলাকার কিছু দৃষ্কৃতকারী চক্র ও কুচক্রীমহল এসব গাছ অবৈধ ভাবে পাচার করছে।আমার বিরুদ্ধে কিছুদিন ধরে দুষ্কৃতকারীরা অপপ্রচারও চালিয়ে যাচ্ছে। আমি ইতিমধ্যে ৭০/৮০ একর সরকারী জায়গা উদ্ধার করেছি।