সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ১০:৪০ অপরাহ্ন সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
নিজস্ব প্রতিবেদকঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ক্যান্সার কিডনী লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড জন্মগত হৃদরোগ আক্রান্ত রোগীদের এককালীন আর্থিক সহায়তা কর্মসূচির অাওতায় চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির ঐকান্তিক প্রচেষ্ঠায় উপজেলা সমাজসেবা অফিস কর্তৃক লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকার ১৫জন অসহায় দুরারোগ্য রোগীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
২৪ নভেম্বর দুপুরে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে এসব চেক বিতরণ করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব জিতু।
এসময় উপস্হিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবির, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ মাসুদ রানা, উপজেলা সমাজসেবা অফিসার মুহাম্মদ দেলোয়ার হোসাইন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আখতার আহমদ সিকদার, ডেপুটি কমান্ডার মুহাম্মদ আবদুল হামিদ বেঙ্গল, লোহাগাড়া সদর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মুুহাম্মদ নুরুচ্ছাফা চৌধুরী, আমিরাবাদ ইউপির চেয়ারম্যান এসএম ইউনুচ, আধুনগর ইউপির চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিন, আমিরাবাদ ইউপির ৯নং ওয়ার্ডের মেম্বার মুহাম্মদ এরশাদুজ্জামান চৌধুরী ।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুুহাম্মদ আহসান হাবীব জিতু জানান, বর্তমান সরকার অসহায় ও দুঃখী মানুষের সরকার। মাননীয় প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে দেশ অনেক এগিয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিভিন্ন রোগের আক্রান্ত অসহায় রোগীদেরকে নগদ অনুদানের চেক বিতরণ দিচ্ছে। এ সরকার প্রতিবন্দীসহ বিভিন্ন মানুষের কল্যাণে কাজ করে প্রশংসিত হয়েছেন। সমাজসেবা অফিস কর্তৃক সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরণের অনুদানের চেক প্রদান সরকারের সফলতার অন্যরকম দৃষ্টান্ত।