মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইনঃ লোহাগাড়ায় জাতীয় সংবিধান দিবসে ইউএনও শরীফ উল্যাহ

প্রকাশিত : ১:২২ অপরাহ্ন মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

 

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ বলেছেন,দেশে ১২০০ এর অধিক আইন আছে।সংবিধান একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন। আমাদের সব চেয়ে বড় আইন সংবিধান। সংবিধানের ক্ষেত্রে ব্যাখ্যদানকারী মহামান্য হাইকোর্ট। সংবিধান সম্পর্কে আমাদের জানতে হবে।সংবিধান অনুযায়ী আমাদেরকে চলতে হবে,অনুধাবন করতে হবে। একটি রাষ্ট্র পরিচালিত হবে সেটি সংবিধানে বলা আছে।তাই যতদিন মানুষ থাকবে ততদিন আইন তৈরী হতেই থাকবে।

৪ নভেম্বর বেলা ১২টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পাবলিক হলে লোহাগাড়ায় জাতীয় সংবিধান দিবস-২৩ উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেছেন।

অনুষ্ঠানে লোহাগাড়া উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল,জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য, লোহাগাড়া উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোঃ আরমান বাবু রোমেল,উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ নুর হোসেন, উপজেলা আনসার কর্মকর্তা ফয়েজুন্নেছা, উপজেলা পল্লী জীবিকায়ন কর্মকর্তা কানিজ ফাতেমাসহ উপজেলার জনপ্রতিনিধি,সাংবাদিক ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন