লোহাগাড়া প্রতিনিধি :
লোহাগাড়া উপজেলার ৬ টি ইউনিয়ন নির্বাচনে নৌকা প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকালে মনোনয়নপত্র দাখিলের শেষদিনে তারা মনোনয়নপত্র দাখিল করেন।
বিষয়টি উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ৩ জন রিটার্নিং অফিসার যথাক্রমে উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদ্দাম হোসাইন রোমান খাঁন,রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন ও ডাঃ একেম খালেকুজ্জামান এসব তথ্য জানিয়েছেন।
তারা হলেন, বড়হাতিয়া ইউনিয়নে দক্ষিণ জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া, চুনতি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু কোম্পানি, পুটিবিলা ইউনিয়নে আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধার সন্তান জাহাঙ্গীর হোসেন মানিক ,পদুয়া ইউনিয়নে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মোঃ হারুন অর রশিদ , চরম্বা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মাস্টার শফিকুর রহমান , কলাউজান ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এম এ ওয়াহেদ ।
এসময় উপস্থিত ছিলেন , লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু,সিনিয়র সহ-সভাপতি জান মুহাম্মদ সিকদার, উপজেলা যুবলীগের আহবায়ক জহির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিদওয়ানুল হক সুজন, সাধারণ সম্পাদক হুমায়ন কবির।
এছাড়াও উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দরা উপস্হিত ছিলেন।
চতুর্থ ধাপে লোহাগাড়া উপজেলার ৬ ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২৬ শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে।