রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

লোহাগাড়া সুখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা 

প্রকাশিত : ৬:৩০ পূর্বাহ্ন রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

 

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান লোহাগাড়া সদরের সুখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক পুরুস্কার বিতরণ এবং ২০২২সালের এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৬ এপ্রিল সকাল ১১টার দিকে বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ।

বিদ্যালয় পরিচালনা কমিটির বার বার,নির্বাচিত সভাপতি, লোহাগাড়া সদর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্যে রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এয়াকুব।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য রশিদ আহমদ, লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু বক্কর, বিদ্যালয়ের অভিভাবক সদস্য মফিজুর রহমান।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শংকর,সিনিয়র শিক্ষক সরওয়ার আলম খোকন,স্থানীয় ইউপি সদস্য এনামুল হক বাবুল, সাবেক মেম্বার খলিলুর রহমান, এডভোকেট সাদ্দাম হোসেন, অভিভাবক সদস্য ফেরদৌস কোম্পানী, ব্যবসায়ী সনাতন নাথ প্রকাশ সোনা মহাজন,লোহাগাড়া সদর ইউনিয়ন মৎস্যজীবি লীগের সভাপতি আজিজ,যুবলীগ নেতা সাকিবুল হাসান লাভলু।

প্রধান অতিথির বক্তব্যে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ বলেছেন, তোমরা আলোকিত মানুষ হও, একজন প্রকৃত মানুষ হয়ে নিজেকে গড়ে তুলতে হবে। তোমরা আগামী দিনে নেতৃত্ব দিবে। সফলতার জন্য তোমাদেরকে সংগ্রাম করতে হবে। সফলতার সোপানে তোমরা পৌঁছতে পারবে।

অনুষ্ঠানে এছাড়াও বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার তুলে দেন উপস্থিত সকল অতিথিবৃন্দরা।

আরো পড়ুন