শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

লোহাগাড়া-সাতকানিয়ায় সন্ত্রাস,মাদক মুক্ত গড়তে ছড়ি মার্কায় ভোট চাইলেন মোঃ জসিম উদ্দিন

প্রকাশিত : ৬:৫২ পূর্বাহ্ন শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

রায়হান সিকদার,দেশবাংলাঃ

সাতকানিয়ায়-লোহাগাড়ার উন্নয়নে কাজ করতে চাই। নির্বাচিত হলে লোহাগাড়া-সাতকানিয়ায় সন্ত্রাস,চাঁদাবাজ, মাদকমুক্ত গড়তে কাজ করবো ইনশাল্লাহ। আমার প্রথম স্বপ্ন একটি মডেল, আধুনিক সাতকানিয়া-লোহাগাড়া গড়ার।২২ ডিসেম্বর সন্ধ্যায় সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকায় গনসংযোগে প্রচার-প্রচারণা কালে চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া আসনে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সমাজসেবক মোঃ জসিম উদ্দিন এসব কথাগুলো তুলে ধরেন। তিনি আরও বলেন,ছড়ি মার্কায় সকলের পছন্দের প্রতীক। আমি এলাকায় উন্নয়ন করতে চাই। তাই আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে ছড়ি মার্কায় একটি করে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন।
তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

আরো পড়ুন