শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রকাশিত : ৯:৪৩ পূর্বাহ্ন শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

 

লোহাগাড়া প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। ১৪ ডিসেম্বর শনিবার বিকেল ৪টায় বটতলী মোটরষ্টেশনস্থ প্রেসক্লাব কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দি নিউ নেশান এর স্টাফ রিপোর্টার প্রবীণ সাংবাদিক মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম চৌধুরী।

এতে বক্তব্য রাখেন লোহাগাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক পুষ্পেন চৌধুরী, সিনিয়র সাংবাদিক আব্দুর রহিম, খোকন সুশীল, জাহেদুল ইসলাম, রায়হান সিকদার ও আলাউদ্দিন।

সভায় প্রধান অতিথি বলেন, দেশকে ধ্বংশ করতে এ দেশের বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করা হয়েছে। স্বাধীনতার ইতিহাস বিকৃতি করতে স্বাধীনতা বিরোধীরা সক্রিয়। তৎকালীন রাজাকারদের এ দেশের এজেন্টদের চিহ্নিত করতে হবে। এ ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে।

আরো পড়ুন