বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫

লোহাগাড়া ডায়াবেটিক হাসপাতালের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী(সঃ) মাহফিল সম্পন্ন

প্রকাশিত : ১১:৫৮ অপরাহ্ন বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫

 

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

দক্ষিণ চট্টগ্রামের অন্যতম সেবামুলক প্রতিষ্ঠান লোহাগাড়া ডায়াবেটিক হাসপাতালের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী(সঃ) মাহফিল এবং হাসপাতালের প্রতিষ্ঠাতা সমাজকর্মী মুহাম্মদ আরমান বাবু রোমেলের পিতা মরহুম আব্দুল মালেকের ইছালে ছওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২১ অক্টোবর বৃহস্পতিবার রাত ৯টার দিকে হাসপাতাল প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

খতমে কুরআন শেষে পবিত্র ঈদে মিলাদুন্নবী সঃ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

উক্ত মাহফিলে উপস্হিত ছিলেন লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা, জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য,লোহাগাড়া ইসলামিয়া ফাজিল(ডিগ্রী) মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সমাজকর্মী মুহাম্মদ আরমান বাবু রোমেল, লোহাগাড়া উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা আবদুল গফুর,লোহাগাড়া ইসলামিয়া ফাজিল(ডিগ্রী) মাদ্রাসার প্রভাষক বিশিষ্ঠ আলেমেদীন মাওলানা এনামুল করিম আনছারী, মাদ্রাসার সিনিয়র শিক্ষক শাহাব উদ্দিন জিহাদী,দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমশুল আলমসহ অনেক ওলামায়েকেরামগণ।

এসময় বিশ্বের সমগ্র মুসলিম জাতির এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করেন লোহাগাড়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার প্রভাষক মাওলানা এনামুল করিম আনছারী।

মাহফিলে উপস্হিত সকলের জন্য লোহাগাড়া ডায়াবেটিক হাসপাতালের পক্ষ থেকে তাবরুকের ব্যবস্হা করা হয়।

আরো পড়ুন