রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালে ফ্লু কর্ণার স্হাপন

প্রকাশিত : ১:৩১ পূর্বাহ্ন রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪

 

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ

করোনা ভাইরাস প্রতিরোধে ঝুঁকি নিয়ে এলাকার মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন দক্ষিণ চট্টগ্রামের অন্যতম সেবামুলক প্রতিষ্ঠান লোহাগাড়া ডায়াবেটিক ও জেনারেল হাসপাতাল। সাধারণত অনেক হাসপাতাল হাসপাতালে সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্ট রোগীদেরকে ভয়ে চিকিৎসা সেবা দিচ্ছেনা। এমন দুর্যোগ সংকটময় মুহুর্তে সাধারণত সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্ট রোগীদেরকে চিকিৎসা সেবা দিতে ফ্লু কর্ণার স্হাপন করেছেন লোহাগাড়া ডায়াবেটিক ও জেনারেল হাসপাতাল। সার্বক্ষণিক চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছেন হাসপাতালের চিকিৎসক ডাঃ সালেক আহমেদ এবং ডাঃ অনদ্রীতি ধর।এছাড়াও ডিপ্লোমা নার্স, ডিপ্লোমা ব্রাদার্সও সার্বিক চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছেন।
লোহাগাড়া ডায়াবেটিক ও জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা সমাজকর্মী আরমান বাবু রোমেল জানান, করোনা ভাইরাসে দরকার সচেতনতা।আতংকের কোন কারণ নেই। সচেতনার মাধ্যমে করোনা ভাইরাস প্রতিরোধ করা সম্ভব। তিনি আরো বলেন, সাধারণত এলাকায় যারা শ্বাসকষ্ট, জ্বর, সর্দি ও কাশি রোগীদেরকে আমাদের হাসপাতালের চিকিৎসকরা সার্বক্ষণিক চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। হাসপাতালে সার্বক্ষণিক চিকিৎসা সেবা প্রদানের জন্য ফ্লু কর্ণার স্হাপন করা হয়েছে। হাসপাতালের প্রতিষ্ঠাতা সমাজকর্মী মুহাম্মদ আরমান বাবু রোমেল আরও জানান,করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মহোদয় ও উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ হাসপাতালে সার্বিক সহযোগীতা প্রদান করছেন। এছাড়াও করোনা প্রতিরোধে হাসপাতালে সুরক্ষায় ডাঃ হানিফ মহোদয় তাদের হাসপাতালে কর ডাউনসহ বিভিন্ন ধরলেন সরঞ্জামের ব্যবস্থা করে দিয়েছেন।

আরো পড়ুন