রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া ট্রাফিক পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর মুহাম্মদ মুজিবুর রহমান অন্যত্র বদলী হওয়ায় আজ ৯ ফেব্রুয়ারি রাত ৮টায় লোহাগাড়া থানা পুলিশের পক্ষ থেকে অফিসার ইনচার্জ কার্যালয়ে এক বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
এসময় বিদায়ী ইন্সপেক্টর মুজিবুর রহমান কে সম্মাননা স্বারক ক্রেষ্ট তুলে দেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ।
এসময় উপস্হিত ছিলেন লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম,লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার মুহাম্মদ আবদুল হক, লোহাগাড়া ট্রাফিক পুলিশের নবাগত ইনচার্জ টিএসআই মুহাম্মদ নজরুল ইসলাম, সার্জেন্ট মাহবুব আলম খাঁন।
সুন্দর আয়োজনের জন্য বিদায়ী ট্রাফিক ইনচার্জ ইন্সপেক্টর মুহাম্মদ মুজিবুর রহমান লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ কে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।