রায়হান সিকদার,দেশবাংলাঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম চৌধুরী, নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান এমএস মামুন ও মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আকতার কে বরণ অনুষ্ঠান এবং উপজেলা পরিষদ,বিদায়ী ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম ও মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আকতারের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১০ জুলাই (বুধবার) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ,সভাকক্ষে এ সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৫ লোহাগাড়া-সাতকানিয়ার সংসদ সদস্য আলহাজ্ব আবদুল মোতালেব সিআইপি।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ ইনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে লোহাগাড়া উপজেলা পরিষদ নব নির্বাচিত চেয়ারম্যান খোরশেদ আলম চৌধুরী, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ রাশেদুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালা উদ্দিন হিরু, নব নির্বাচিত উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এমএস মামুন,মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আকতার, বিদায়ী ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম ও মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আকতার,লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ,উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডাঃ খালেকুজ্জামান, উপজেলা কৃষি অফিসার কাজি শফিউল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার আবদুল শুক্কুর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মুুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া,লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান নুরুচ্ছাফা চৌধুরী, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদিন, আধুনগর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন,কলাউজান ইউপি চেয়ারম্যান আবদুল ওয়াহেদ,পদুয়া ইউপি চেয়ারম্যান হারুনর রশিদ, চরম্বা ইউপি চেয়ারম্যান মৌলানা হেলাল উদ্দিন, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান এসএম ইউনুচ, উপজেলা প্রকৌশলী ইফরাত বিন মুনীর,উপজেলা সহকারি শিক্ষা অফিসার আবু জাফর চৌধুরী, উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান নিবাস দাশ সাগর, উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ জহির উদ্দিন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আখতার আহমদ সিকদার,ডেপুটি কমান্ডার আবদুল হামিদ বেঙল, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের প্রচার-প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক, তরুণ আওয়ামী লীগ নেতা তৌহিদুল হাসান,উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম আসিফুর রহমান চৌধুরী,সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদসহজনপ্রতিনিধি,সাংবাদিক,রাজনৈতিক নেতাকর্মীরা,উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম চৌধুরী, নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান এমএস মামুন ও মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আকতার কে বরণ করে বরণ করে নেন চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়ার সংসদ সদস্য আবদুল মোতালেব সিআইপি।
লোহাগাড়ার মানুষের পাশে সবসময় থাকবো ইনশাল্লাহ নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান তার বক্তব্যে তুলে ধরেছেন।একইদিন উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবং উপজেলা পরিষদের সভা অনুষ্ঠিত হয়।
সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে চট্টগ্রাম শহর থেকে ঠাকুরদিঘী পৌঁছলে চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়ার সংসদ সদস্য আলহাজ্ব আবদুল মোতালেব সিআইপি, নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম চৌধুরী কে নেতাকর্মীরা বরণ করে নেন।