মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যানের উদ্যোগে মোবাইল ফোনে সেবা দিবে ২২জন চিকিৎসক

প্রকাশিত : ৬:৩০ অপরাহ্ন মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

 

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ

করোনা পরিস্হিতিতে ঝুঁকি নিয়ে চিকিৎসা সেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন চিকিৎসকরা। লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণত জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট জনিত রোগীদেরকে হেলফলাইন ও মোবাইল চিকিৎসা সেবা পৌঁছে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মাটি ও মানুষের নেতা জিয়াউল হক চৌধুরী বাবুল।

উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুলের উদ্যোগে এবং চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুলের উত্তরসূরী ছাত্রনেতা তারুণ্যের অহংকার ইনজামামুল হক চৌধুরী যুবরাজের আন্তরিক প্রচেষ্ঠায় উপজেলার বিভিন্ন হাসপাতালের ২২জন চিকিৎসক সাধারণ মানুষকে গ্রামে গ্রামে হেলফলাইন ও মোবাইল ফোনে এ সেবা পৌঁছে দিবেন।
ছাত্রনেতা ইনজামামুল হক চৌধুরী যুবরাজ আজ ১৮এপ্রিল সারাদিন হেলফলাইন ও মোবাইল ফোনে চিকিৎসা সেবা নিশ্চিত করতে ২২চিকিৎসকের সাথে কথা বলেন এবং তাদের মোবাইল নাম্বার সংগ্রহ করেন। চিকিৎসারা ফোন পেলেই তাৎক্ষণিক গ্রামের যেকোনো রোগীকে সেবা পৌঁছে দিবেন বলে জানা গেছে।

##করোনা ভাইরাস মোকাবেলায় লোহাগাড়া যে কোন প্রান্তেই থাকুন না কেন নির্দ্বিধায় ও নিঃসংকোচে নিম্নোক্ত নাম্বারে ফোন করে চিকিৎসা নিতে পারেন।
দুর্যোগ সংকটময় মুহুর্তে দ্রুত চিকিৎসা সেবা গ্রামে পৌঁছে দিবেন ২২জন চিকিৎসকরা হলেন যথাক্রমে
ডাঃএস এম মুইজুল আকবর চৌধুরী
হৃদ রোগ ও মেডিসিন বিশেষজ্ঞ
(লোহাগাড়া মা-মনি হাসপাতাল)
মোবাইল নাম্বার:০১৮১৭-২০৩৯০০
ডাঃ রবিউল আলম
মেডিসিন বিশেষজ্ঞ
(লোহাগাড়া মা-মনি হাসপাতাল)
মোবাইল নাম্বার:০১৭১১-১২৯৭৯৮
ডাঃ মোহাম্মদ আলী
হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ
মোবাইল নাম্বার: ০১৬৭৮১২৩২১৩
ডাঃ মোহাম্মদ মিনহাজুল হক
নাক-কান গলা বিশেষজ্ঞ
মোবাইল নাম্বার:০১৭৩৭৯০৮১৬০
ডাঃ এ এস এম রিদওয়ান
মনোরোগ বিশেষজ্ঞ
মোবাইল নাম্বার:০১৮৩৫৪৪৯৯৯৬
ডাঃ সাইফুদ্দিন রুকন
অর্থোপেডিক্স বিশেষজ্ঞ
মোবাইল নাম্বার:০১৮৪৩৫৮৬৬৫২
ডাঃ মোহাম্মদ ঈসমাইল
ডেন্টাল সার্জন
মোবাইল নাম্বার:০১৮৪০১৪৫৪১০
ডাঃ এস এম আরাফাত আমিন
নিউরো মেডিসিন বিশেষজ্ঞ
মোবাইল নাম্বার:০১৭৪২-৬৯২৬৫৯
ডাঃ অলক নেওয়ার
মেডিসিন ও শিশু বিশেষজ্ঞ
মোবাইল নাম্বার:০১৭৩০-০৭৪৩৫১
ডাঃ মঞ্জুরুল ইসলাম
মেডিসিন বিশেষজ্ঞ
মোবাইল নাম্বার:০১৬২১-১০১২০০
ডাঃ মোঃ হেলাল উদ্দিন
নবজাতক ও শিশু বিশেষজ্ঞ
মোবাইল নাম্বার:০১৫৫৪-৩১২৪৭৬
ডাঃজে সি ত্রিপুরা জুয়েল
মেডিসিন ও শিশু বিশেষজ্ঞ
মোবাইল নাম্বার:০১৭৬৭-৮৮২৯৮৭
ডাঃ সুজন কান্তি ধর
শিশুরোগ বিশেষজ্ঞ
মোবাইল নাম্বার:০১৮৩৩-৯১৬৩৯১
ডাঃ সাখাওয়াত হোসেন টুটুল
সার্জারি ও মেডিসিন বিশেষজ্ঞ
মোবাইল নাম্বার:০১৮২৪-৬৯২৯৩৯
ডাঃ রিজুওয়ান উদ্দিন নাদিম
মেডিসিন ও ডায়াবেটিকস বিশেষজ্ঞ
মোবাইল নাম্বার:০১৮২৮-৪৫০১৭৭
ডাঃ মোঃ মোমিনুল ইসলাম
মেডিসিন বিশেষজ্ঞ
মোবাইল নাম্বারনাম্বার:০১৫৩৬০৫০৪৮৭
,ডাঃ মোঃ শহিদুল ইসলাম
মেডিসিন বিশেষজ্ঞ
মোবাইল নাম্বার:০১৮২৬-১৩০৯৯৯

ডাঃ সাদিয়া তাবাচচুম রিমি
গাইনী বিশেষজ্ঞ
মোবাইল নাম্বার:০১৮৭৮-৯২০৮০২,
ডাঃ জান্নাতুল ফেরদৌস ঝর্ণা
গাইনী বিশেষজ্ঞ
মোবাইল নাম্বার:০১৮৫১-৬৯৪৮৩২
,ডাঃ অপর্ণ দেবনাথ
ডায়াবেটিস বিশেষজ্ঞ
মোবাইল নাম্বার:০১৮৩২-২২৩৮৩০,ডাঃ আতাউল করিম আরবি
মেডিসিন বিশেষজ্ঞ (লোহাগাড়া মা ও শিশু হাসপাতাল)মোবাইল নাম্বার:০১৭১৭-১৯১৬৯১ (সন্ধ্যা ৬ টার পর),ডাঃ রফিকউদ্দিন আকাশ
মেডিসিন ও শিশু বিশেষজ্ঞ
মোবাইল নাম্বার:০১৬৭৭-৭৪৪৪৯৯।
সেবা নিন, সুস্ত থাকুন।

আরো পড়ুন