লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় ৬ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
মঙ্গলবার ( ৭ ডিসেম্বর ) সকাল থেকে বিকাল পর্যন্ত স্ব-স্ব রিটার্নিং কর্মকর্তাগণ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।
উপজেলার ৬ টি ইউনিয়নের মধ্যে পুটিবিলা ও বড়হাতিয়া ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বাকি চারটি ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ১৪ জন। এদের মধ্যে, চুনতিতে ৩ জন, কলাউজানে ২ জন,চরম্বায় ৩ জন, পদুয়ায় ৬ জন৷
চুনতি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৩ জন৷ তারা হলেন বর্তমান চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু ( নৌকা ), স্বতন্ত্র প্রার্থী নুর মোহাম্মদ শহীদুল্লাহ্ ( চশমা ) ও আনিস উল্লাহ ( আনারস)।
কলাউজানে ইউনিয়নে চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বীতা করছেন দুজন। তারা হলেন- বর্তমান চেয়ারম্যান এম আবদুল ওয়াহেদ ( নৌকা ) ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইয়াছিন (আনারস)।
চরম্বা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৩ জন। তারা হলেন- বর্তমান চেয়ারম্যান মাস্টার শফিকুর রহমান ( নৌকা), অধ্যাপক সাংবাদিক সাদাত উল্লাহ ( মোটর সাইকেল ) ও মাওলানা হেলাল উদ্দিন ( আনারস)।
পদুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা ৬ জন প্রার্থী। তারা হলেন- হারুনুর রশিদ (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আকতার কামাল পারভেজ (আনারস), জসীম উদ্দিন ( চশমা) আবু সাঈদ চৌধুরী টিটু ( সিএনজি অটোরিকশা ) শাহনেওয়াজ (ঘোড়া), মোস্তাক আহমদ সবুজ ( মোটর সাইকেল।
এছাড়াও ৬ টি ইউনিয়নে সাধারণ সদস্য ২২২ জন ও সংরক্ষিত সদস্য ওয়ার্ডে ৬২ প্রার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
লোহাগাড়া উপজেলা নির্বাচন অফিসার সাদ্দাম হোসেন রোমান খান জানান , চেয়ারম্যানসহ সাধারণ ও সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে যেসব প্রতীক চেয়ে একাধিক প্রার্থী আবেদন করেছেন, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। শান্তিপূর্ণভাবে ও সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
আগামী ২৬ ডিসেম্বর লোহাগাড়ার ৬ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।