সোমবার, ০১ জুলাই ২০২৪

লোহাগাড়ায় ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা

প্রকাশিত : ১:৪১ পূর্বাহ্ন সোমবার, ০১ জুলাই ২০২৪

 

নিজস্ব প্রতিবেদকঃ 

 

চট্টগ্রামের লোহাগাড়ায় ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।

১১ জানুয়ারী(মঙ্গলবার) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পাবলিক হলে ২ দিন ব্যাপী মেলার ফিতা কেটে প্রথান অতিথি হিসেবে উপস্হিত থেকে মেলার উদ্বোধন করেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।

সভায় সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও),উপজেলা বিজ্ঞান ক্লাবের সভাপতি মুহাম্মদ আহসান হাবীব জিতু।

সভায় স্বাগত বক্তব্যে রাখেন লোহাগাড়া উপজেলা বিজ্ঞান ক্লাবের সাধারণ সম্পাদক,আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের সহযোগী অধ্যাপক মুহাম্মদ ইলিয়াছ।

সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দেবাশীষ আচার্য্যের সঞ্চালনায় এতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া, আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ফজলুল হক, উপজেলা ডেপুটি কমান্ডার মুহাম্মদ আবদুল হামিদ বেঙ্গল, আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক মুহাম্মদ গোলাম রসুলসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃ্ন্দরা উপস্হিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিজ্ঞান মেলার বিভিন্ন স্টলগুলে পরিদর্শন করেন অতিথিবৃন্দরা।

বক্তারা জানান, প্রযুক্তির মাধ্যমে বিজ্ঞানের মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাবে। দেশ এখন প্রযুক্তির দিক দিয়ে অনেক দূর এগিয়ে যাচ্ছে।

আরো পড়ুন