শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

লোহাগাড়ায় ৩বসতবাড়ি পুড়ে ছাইঃ ৫লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

প্রকাশিত : ৭:৩৪ পূর্বাহ্ন শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

 

রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ

লোহাগাড়া উপজেলার কলাউজানে ৫ পরিবারের ৩ টি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

৬ ডিসেম্বর ( শুক্রবার) সন্ধ্যা ৬’টার দিকে উত্তর কলাউজান মহাজন বাড়ী সংলগ্ন সেন ( হিন্দু বাড়ি) পাড়ায় এই ঘটনা ঘটে ।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো হলো রাজ বিহারীর পুত্র তাপস দাশ, লাতু দাশ এবং ভান্ডা সেনের পুত্র শংকর সেন।

সরজমিনে গিয়ে জানা যায়, শ্যামল দাশের গোয়াল ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের সুত্রপাত হওয়ার সাথে তা আশপাশের বাড়িগুলোতে ছড়িয়ে পড়ে।

যে কারনে এসব পরিবারের সদস্যরা কোন মালামাল রক্ষা করতে পারেনি।
ক্ষতিগ্রস্তরা জানান, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত করা যায়নি। তবে শ্যামল দাশের গোয়াল ঘর থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারনা করা হচ্ছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শন (তদন্ত) রাশেদুল ইসলাম, লোহাগাড়া হিন্দু, বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নিবাস দাশ সাগর, লোহাগাড়া থানার এসআই অজয় দেবশীল,কলাউজান ইউপির মেম্বার মুহাম্মদ সালাহ উদ্দিন সিকদার, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আমিন।

সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মাহবুবর রহমান জানান, তাদের ১টি গাড়ি গিয়ে প্রায় ঘণ্টাব্যাপী কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে পরিবারগুলোর ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও তিনি জানান।

আরো পড়ুন