লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
মুজিববর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়ায় ২৩তম জাতীয় সমাজসেবা দিবস-২২ পালন করা হয়েছে।
২ জানুয়ারী সকালে দিবসটি উপলক্ষে লোহাগাড়া উপজেলা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ আহসান হাবীব জিতু।
সভায় স্বাগত বক্তব্যে রাখেন লোহাগাড়া উপজেলা বিআরডিবির চেয়ারম্যান, জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য,সমাজকর্মী মুহাম্মদ আরমান বাবু রোমেল।
লোহাগাড়া উপজেলা সমাজসেবা অফিসার মুহাম্মদ দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবির, বড়হাতিয়া ইউপি থেকে নব নির্বাচিত চেয়ারম্যান, দক্ষিণ জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক বাবু বিজয় কুমার বড়ুয়া,পদুয়া ইউপি থেকে নব নির্বাচিত চেয়ারম্যান মুহাম্মদ হারুনুর রশিদ, চরম্বা ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান মৌলানা মুহাম্মদ হেলাল উদ্দিন, লোহাগাড়া উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ মনিরুল ইসলাম মানিক।
সভায় বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া রোনা,চরম্বার ৬নং ওয়ার্ড থেকে নির্বাচিত মেম্বার মুহাম্মদ সোলাইমানসহ বিভিন্ন এলাকার জনপ্রতিনিধি,বিভিন্ন ভাতায় আওতাভুক্ত পুরুষ-মহিলারা উপস্হিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মুহাম্মদ আহসান হাবীব জিতু বলেছেন, বর্তমান সরকার দেশের দুস্থ, দরিদ্র, অসহায় শিশু, প্রতিবন্ধী, কিশোর-কিশোরী, স্বামী পরিত্যক্ত নারী ও প্রবীণ ব্যক্তিসহ সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে।বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা ও মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা বৃদ্ধিসহ আওয়ামী লীগ সরকার বিভিন্ন ভাতা প্রবর্তন করেছে।তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের দুস্থ ও অসহায় মানুষের সেবা নিশ্চিতকল্পে কল্যাণমুখি বিভিন্ন কর্মসূচি চালু করেন।দেশের দারিদ্র্যের হার ব্যাপকভাবে হ্রাস পেয়েছে।মাননীয় প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে দেশ সবক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।এ সরকার শতভাগ প্রতিবন্ধী ভাতা,বয়স্ক ভাতার আওতায় আনার কাজ চলমান রয়েছে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে মাননীয় প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ডিজিটাল বাংলাদেশের ছোয়া মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। মানুষের অর্থনৈতিক মুক্তি এসেছে। প্রায় ১কোটি মানুষ সরকারী সকল ধরণের সুযোগ সুবিধা পাচ্ছে ।
সভা শেষে অসহায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ক্যান্সার রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।