রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ২:১০ অপরাহ্ন রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
রায়হান সিকদার,নিজস্ব প্রতিবেদকঃ
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ট্রমা সেন্টারে মেজর জেনারেল মিয়া মো. জয়নুল আবেদীন বীরবিক্রমের নামে স্থাপিত সেন্ট্রাল অক্সিজেন সিস্টেমের আইসোলেশন সেন্টারের উদ্বোধন করা হয়।
২৩ জুলাই (বৃহস্পতিবার) সকালে আইসোলেশন সেন্টারের উদ্বোধন করেন চট্টগ্রাম-১৫ সাতকানিয়া লোহাগাড়া আসনের মাননীয় সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।
প্রধান অতিথির বক্তব্যে ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি বলেন, কোভিড-১৯ মোকাবেলায় সরকারকে সহায়তার বৃহত্তর মানবিক প্রয়াসের একটি অংশ “মেজর জেনারেল জয়নুল আবেদীন বীরবিক্রম আইসোলেশন সেন্টার”। এটি আমাদের সবার একটি সম্মিলিত প্রচেষ্টা ও অর্জন”। তিনি বলেন, এই আইসোলেশন সেন্টারের মাধ্যমে লোহাগাড়া উপজেলার করোনা রোগীদের বিনামূল্যে উন্নত চিকিৎসাসেবা দেয়া সম্ভব হবে। গুরুতর করোনা রোগীদের আইসোলেশন সেন্টারে রাখার কারণে তাদের পরিবার ও এলাকা কম ঝুঁকিতে থাকবে। চিকিৎসক ও নার্সদের স্বাস্থ্য সুরক্ষার কথা উল্লেখ করে ড. নদভী এমপি বলেন, করোনা প্রাদুর্ভাবের শুরুতেই সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্র গুলোতে পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই), সার্জিকেল মাক্স, গ্লাভসসহ আরও আনুসাঙ্গিক সহায়তা করেছি।
আইসোলেশন সেন্টার উদ্বোধনে নেপেথ্যে সার্বিকভাবে সহযোগীতা করেছেন স্বাস্থ্য মন্ত্রনালয়ের যুগ্ন সচিব ডাঃ পারভেজ রহিম।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জেয়াউল হক চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌছিফ আহমদ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলুফা চৌধুরী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসাইন মাহমুদ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবির,লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগ নেতা এইচ এম গনি সম্রাট, আব্দুল জব্বার, মিয়া মোহাম্মদ শাহজাহান, উপজেলা যুবলীগের আহবায়ক মুহাম্মদ জহির উদ্দিন, যুগ্ম আহবায়ক ফজলে এলাহী আরজু, পদুয়া ইউপি চেয়ারম্যান জহির উদ্দিন, চুনতি ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জয়নুল আবেদিন, চরম্বা ইউপি চেয়ারম্যান মাস্টার মুহাম্মদ শফিকুর রহমান, কলাউজান ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুল ওয়াহেদ, আমিরাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসএম ইউনুছ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক মোহাম্মদ মিজানুর রহমান মিজান,যুবলীগ নেতা জয়নুল আবেদীন, মিকরাজ উদ্দিন পিন্সু,আদেল চৌধুরী, রবিউল ইসলাম রুবেল, দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুজিবুল হক টিটু,কেএম পারভেজ উদ্দিন, উপজেলা ছাত্রলীগ নেতা আসিফ ইফতেখার, শফিউল ইসলাম জুয়েল, দেলোয়ার হোসেন বেলাল প্রমুখ।