রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

লোহাগাড়ায় মাটি খেকোদের বিরুদ্ধে এসিল্যান্ডের অভিযান,৭টি ট্রাক, ১টি এক্সক্যাভেটর জব্দ

প্রকাশিত : ১২:০১ অপরাহ্ন রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

 

নিজস্ব প্রতিবেদকঃ 

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলার বড়ুয়া পাড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ৭টি ডাম্পার ও ১ টি এক্সক্যাভেটর জব্দ করা হয়।

৪ জানুয়ারী মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ মাসুদ রানা ।

জানা যায়, উপজেলার পুটিবিলা ইউনিয়নের বড়ুয়া পাড়ায় এমচর হাট খালের পার্শ্বে থেকে অবৈধ ভাবে মাটি উত্তোলন করে আসছিল প্রভাবশালীরা বালু ও মাটি খেকোরা। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনএ) মুহাম্মদ আহসান হাবীব জিতুর পরামর্শে অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে ৭টি ডাম্পার ও ১টি এক্সক্যাভেটর জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ মাসুদ রানা জানান, পুটিবিলার বড়ুয়া পাড়া এলাকা হতে মাটি খেকোরা অবৈধ ভাবে মাটি উত্তোলন করছিল।
ইউএনও মহোদয়ের পরামর্শে উক্ত এলাকা হতে ডেম্পার ও এক্সক্যাভেটর জব্দ করেছি।
পরিবেশ ধ্বংসকারী যেকোন কর্মকান্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলেও তিনি জানান।

 

অভিযানকালে উপজেলা ভূমি অফিসের নাজির, নয়ন,মোস্তাফা সহ ভূমি অফিসের স্টাফগণ উপস্হিত ছিলেন।

 

আরো পড়ুন