শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

লোহাগাড়ায় মধ্য পুটিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি!

প্রকাশিত : ৩:১২ পূর্বাহ্ন শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

 

লোহাগাড়া ( চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের মধ্য পুটিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির খবর পাওয়া গেছে। চোরেরা স্কুলের অফিস কক্ষের তালা ভেঙ্গে ল্যাপটপ প্রজেক্টর, সাউন্ডবক্সসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে গেছে।এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজাহিদুল ইসলাম লোহাগাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।তিনি দেশবাংলা কে জানান, গতকাল মঙ্গলবার বিকেল চারটার সময় স্কুল বন্ধ করে বাড়িতে চলে যাই। আজ বুধবার সকালে স্কুলে কক্ষের তালা ভাঙ্গা কক্ষের মধ্যে দেখতে পাই চোরের দল আলমারির তালা ভেঙ্গে একটি ল্যাপটপ,প্রজেক্টর ও সাউন্ড বক্সসহ গুরুত্বপূর্ণ মালামাল চুরি করে নিয়ে গেছে। চুরির ঘটনায় থানা পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যানকে তিনি জানিয়েছে।এদিকে,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন লোহাগাড়া থানার এস আই মো. রায়হান বেপারী।তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

আরো পড়ুন