রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়ায় ভ্রাম্যমান আদালত চালিয়ে মাটির কাটার ১টি এস্কেভেটর এবং মাটি বহনকারী ১টি ডেম্পার জব্দ করা হয়েছে। ১৬জানুয়ারি বিকেল ৪টায় উপজেলার কলাউজান হিন্দুর হাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার তথা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌছিফ আহমেদ।
জানা যায়, ইট তৈরির কাঁচামাল হিসেবে কৃষিজমির টপসয়েল কেটে নেয়ার সংবাদে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে এস্কেভেটর ফেলে পালিয়ে যায় শ্রমিকরা।এসময় ১টি এস্কেভেটর ও ১টি ডেম্পার জব্দ করা হয়।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ তৌছিফ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১টি এস্কেভেটর ও ১টি ডেম্পার জব্দ করা হয়েছে।এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে। জব্দকৃত এস্কেভেটর ও ডেম্পার উপজেলা প্রশাসনের হেফাজতে রয়েছে বলেও তিনি জানান।