সোমবার, ০১ জুলাই ২০২৪

লোহাগাড়ায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর

প্রকাশিত : ৪:২১ অপরাহ্ন সোমবার, ০১ জুলাই ২০২৪

 

নিজস্ব প্রতিবেদকঃ

 

সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরুণ
মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের ভূমিহীন উদ্বোধন করা হয়েছে।

২৬ এপ্রিল সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘরগুলোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তারই ধারাবাহিকতায় চট্টগ্রামের লোহাগাড়ায় ১৪৫ পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে।

এসময় উপস্হিত ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আহসান হাবীব জিতু,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবির, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ শাহজাহান , লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান, উপজেলা স্বাস্হ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মুহাম্মদ আবুল কালাম আজাদ,উপজেলা ডেপুটি কমান্ডার আবদুল হামিদ বেঙ্গল, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া, উপজেলা সমাজসেবা অফিসার মুহাম্মদ দেলোয়ার হোসেন, বড়হাতিয়া ইউপির চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া,চুনতি ইউপির চেয়ারম্যান মুহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানী, কলাউজান ইউপির চেয়ারম্যান এম এ ওয়াহেদ,আধুনগর ইউপি চেয়ারম্যান মুহাম্মদ নাজিম উদ্দিন,পদুয়া ইউপির চেয়ারম্যান মুহাম্মদ হারুনুর রশিদ, আমিরাবাদ ইউপির চেয়ারম্যান এসএম ইউনুচ, চরম্বা ইউপির চেয়ারম্যান মৌলানা মুহাম্মদ হেলাল উদ্দিন,পুটিবিলা ইউপির চেয়ারম্যান মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন মানিক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মুহাম্মদ আনোয়ার হোসাইন, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম আসিফুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক মুহাম্মদ এরশাদুর রহমান রিয়াদ।

এছাড়াও অনুষ্ঠানে সকল জনপ্রতিনিধি,সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্হিত ছিলেন।

আরো পড়ুন