সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত : ১০:২৮ অপরাহ্ন সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
রায়হান সিকদার,নিজস্ব প্রতিবেদকঃ
মুজিববর্ষের আহবান, লাগাই গাছ বাড়াই বন এই স্লোগানকে সামনে রেখে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশব্যপী এক কোটি বৃক্ষের চারা রোপণ কার্যক্রমের আওতায় লোহাগাড়া উপজেলায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
১৬জুলাই সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও পদুয়া রেঞ্জ দক্ষিণ বনবিভাগের আয়োজনে এ বৃক্ষরোপণ কর্মসূচির
উদ্বোধন করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ তৌছিফ আহমেদ।
এসময় উপস্হিত ছিলেন লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম,পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা সরওয়ার জাহান,পদুয়া ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জহির উদ্দিন, চুনতি ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জয়নাল আবেদীন জনু কোম্পানি, কলাউজান ইউপি চেয়ারম্যান এম.এ ওয়াহেদ, আমিরাবাদ ইউপির চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) এসএম ইউনুছ, পদুয়া বিট কর্মকর্তা মোজাম্মেল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ বলেন,
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রম মানুষের ঘরে ঘরে পৌঁছাতে হবে। পরিবেশ রক্ষায় ফলদ, বনজ ও ঔষধি গাছ লাগানোর পাশাপাশি সুন্দর পরিবেশ গড়ে তোলার স্বার্থে সকলকে বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে সকলে আহ্বান জানান তিনি।
অনুষ্ঠান শেষে লোহাগাড়ার ৯ইউপির চেয়ারম্যানদের কাছে ফলদ, বনজ ও ঔষধি গাছসহ মোট ২২হাজার চারা বিতরণ করা হয়।