রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

লোহাগাড়ায় বিল্ডিং-এর ছাদ থেকে পড়ে গিয়ে এক শ্রমিকের মৃত্যু

প্রকাশিত : ১২:৩৩ অপরাহ্ন রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

 

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদরে আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজের পশ্চিম পার্শ্বে সাতগড়িয়া পাড়া এলাকায় দু`তলা বিল্ডিং এ কাজ করতে গিয়ে এক শ্রমিক,নিহত হয়েছে।

নিহতের নাম মোঃ আরকান (১৭)। সে উপজেলার পদুয়া ইউনিয়নের ছগিরা পাড়া এলাকার দিনমজুর হারুনুর রশিদের পুত্র।

১০ অক্টোবর বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলা সদরে সাতগড়িয়া পাড়া এলাকায় দু তলা বিল্ডিং এর থাই এলোমেনিয়াম ( গ্লাস ফিটিং এর) কাজ সময় অসাবধানতা অবস্থায় সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে বিল্ডিং থেকে নিচে পড়ে যায়। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে লোহাগাড়া থানার ওসি মোঃ রাশেদুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ জামালের সঙ্গীয় পুলিশ ফোর্সদের সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিহতের চাচা হাইয়েস চালক আব্বাস জানান, আমার ভাতিজা থাই এলোমেনিয়ামের কাজ করতে যায়। সেখানে দু তলা বিল্ডিং থেকে পড়ে মারা যান।

লোহাগাড়া থানার ওসি মোঃ রাশেদুল ইসলাম জানান,নিহত আরকানের পরিবারের কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তের মাধ্যমে লাশ তার পরিবারকে হস্তান্তর করেছি। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে বলেও তিনি জানান।

আরো পড়ুন