বুধবার, ২৬ জুন ২০২৪

লোহাগাড়ায় বিদ্যুৎ স্পৃষ্টে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশিত : ৮:১২ অপরাহ্ন বুধবার, ২৬ জুন ২০২৪

রায়হান সিকদার, দেশবাংলাঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদরে দরবেশহাট বাজারে বিদ্যুৎ স্পৃষ্টে মোঃ ইসমাঈল (৫৫) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে।

৭জুন সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনাটি ঘটেছে। তিনি উপজেলা সদরে সওদাগর পাড়াস্থ আছাদর বর ভিটার মৃত নুর আহমদের পুত্র।

দরবেশহাট বাজারের বাসিন্দা রাসেল সওদাগর জানান, দরবেশহাটে সপ্তাহে দু`বার শুক্রবার ও সোমবারে বাজার বসে। মোঃ ইসমাঈল দীর্ঘদিন ধরে বাজারে মাছ ব্যবসায় করে স্ত্রী,সন্তানদের নিয়ে সংসার চালিয়ে যাচ্ছেন। শুক্রবারে মাছ নিয়ে হাটে বিক্রি শুরু করে। মাগরিবের আযান দিলে আলো হওয়ার জন্য বৈদ্যুতিক বাল্ব লাগানোর সময় অসাবধানতা অবস্থায় তার হাত বৈদ্যুতিক তারে লাগলে তিনি ছিটকে মাটিতে পড়ে যায়। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে  নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া থানার ওসি মোঃ রাশেদুল ইসলাম জানান, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি।

আরো পড়ুন